অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম(agrani bank account opening) অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২।অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে।অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক।একাউন্ট চেক করার নিয়ম। এই আর্টিকেলে উল্লেখ বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন।
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২
বাংলাদেশের সবচেয়ে পুরাতন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক হলো অগ্রণী ব্যাংক।আমরা যখন স্বাধীনতা অর্জন করি অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের পরপরই আমাদের যতগুলো জাতীয় ব্যাংক রয়েছে সেগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক কে সংযুক্ত করা হয়।অনলাইন ব্যাংকিং এ অগ্রণী ব্যাংক এর গুরুত্বপূর্ণ অবর্ণনীয়। কেননা এখন পর্যন্ত অনলাইনে অধিক নয়শো ত্রিশ (৯৩০) টি ব্রাঞ্চ নিয়ে অগ্রণী ব্যাংক তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
আপনি যখন এই আর্টিকেল টি পড়ছেন তখন পর্যন্ত অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কে দুই টাইপের বা দুই ধরনের ব্যাংক একাউন্ট তৈরি করার সুযোগ দিয়ে আসছে।দুই ধরনের ব্যাংক একাউন্ট এর মাধ্যে একটি হলো সেভিংস একাউন্ট। হ্যা, আপনি ঠিক অনুমান করেছেন আরেক ধরনের একাউন্ট হলো স্টুডেন্ট একাউন্ট। এই দুই ধরনের একাউন্ট তৈরি করতে প্রয়োজন হবে দুই ধরনের ডকুমেন্টস। আপনার কাছে যদি সকল বৈধ ডকুমেন্টস থেকে থাকে তাহলেই আপনি অগ্রনী ব্যাংকে একাউন্ট খোলতে সক্ষম হবেন।
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রিয় পাঠক, বলতে গেলে সকল ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রায় একই কাগজপত্র বা ডকুমেন্টস লাগে এবং সকল ব্যাংকে একাউন্ট খোলার নিয়মও অনেকাংশেই সেইম।অগ্রণী ব্যাংক আপনাকে ব্যাংক রিলেটেড সকল সার্ভিস বা সুবিধা দিয়ে থাকবে আপনি যে একাউন্ট ই করেন না কেনো হোক সেটা স্টুডেন্ট ব্যাংক একাউন্ট বা নরমাল সেভিংস একাউন্ট। আর হ্যা,অগ্রণী ব্যাংক কিন্তু একটি সরকারি ব্যাংক।
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে?
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে আপনার যা যা ডকুমেন্টস লাগবে তা নিচে এক এক করে সুন্দরকরে সাজিয়ে উপস্থাপন করছিঃ-
• অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে হলে শুরুতেই আপনাকে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার ফরম সঠিক তথ্য ও নির্ভুলভাবে ফিলআপ করতে হবে।
• স্পষ্টভাবে আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে। আপনি যদি স্পষ্টভাবে আপনার স্বাক্ষর না দেন তাহলে পরবর্তীতে যখন আপনি টাকা তুলতে যাবেন তখন সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
• আপনার অবশ্যই একটি ব্যালিড বা বৈধ ইন্ট্রোডিউসার থাকতে হবে।
• আপনি যার নামে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলতে চান তার দুইকপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার ছবির সাইজ হবে পাসপোর্ট সাইজের।পাশাপাশি আপনার ছবি রঙিন হতে হবে। সাদাকালো ছবি গ্রহনযোগ্য নয়।
• উপরের নির্দেশনা মতো শুধু ছবি সংগ্রহ করলেই হবে না।আপনার ছবিগুলো অবশ্যই একজন উপযুক্ত অফিসার দ্বারা সত্যায়িত করে নিতে হবে।
• আপনি যেই অগ্রণী ব্যাংক একাউন্ট খোলবেন সেই ব্যাংক একাউন্ট এর জন্য একজনকে নমিনি করতে হবে। আপনি যাকে নমিনি করবেন তার এক কপি(১) ছবি প্রয়োজন হবে। ছবির জন্য উপরে বলা নিয়ম গুলো মাথায় রাখতে হবে।
• এরপর আপনার নমিনির রাষ্ট্র কর্তৃক প্রদান করা জাতীয় পরিচয়পত্র অথবা রাষ্ট্র কর্তৃক প্রদান করা পাসপোর্ট অথবা রাষ্ট্র কর্তৃক প্রদান করা জন্ম নিবন্ধন এর প্রয়োজন হবে।
আরও পড়ুন-ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। Islami Bank Account Opening
অগ্রণী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার নিয়ম
অগ্রণী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার জন্য আপনার নিম্নোক্ত ডকুমেন্টস প্রয়োজন হবে
• আপনি যেই ব্যক্তির নামে অগ্রণী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলবেন তার নাম পাশাপাশি উক্ত ব্যক্তির বাবা এবং মায়ের নাম।
• তারপর আপনি যেই যায়গায় থাকেন অর্থাৎ যেই জায়গায় পারমানেন্ট ভাবে বসবাস করেন সেই ঠিকানার সত্যতা যাচাই করবেন। তারপর সপই সত্যতার যাচাই পত্র লাগবে।
• বার্থ সাটিফিকেট বা জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল এনআইডি বা জাতীয় পরিচয় পত্র এই দুইটি কাজগের মধ্যে যেকোনো একটি কাগজ লাগবে।
• আপনি যার নামে অগ্রণী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলবেন তার ছবি লাগবে দুই কপি।ছবির জন্য উপরে বলা নিয়ম গুলো মাথায় রাখতে হবে।
• এরপর আপনি যাকে নমিনি হিসেবে নির্ধারন করেছেন তার ছবি লাগবে এক কপি। ছবির জন্য প্রথমে বলা নিয়ম গুলো মাথায় রাখতে হবে।
অগ্রণী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে যা যা কাগজপত্র লাগবে
• সঠিকভাবে পূরণ করা অগ্রণী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার ফরম লাগবে।
• যার নামে একাউন্ট খোলবেন ও যাকে নমিনি করবেন উভয়ের সঠিক ও শুদ্ধ নাম লাগবে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী।
• আপনার বাসার ঠিকানার সত্যতার কপি লাগবে।
• ন্যাশনাল আইডি কার্ড।
• ট্যাক্স প্রদান করার কপি যেটাকে আমরা বলি টিন সার্টিফিকেট।
• একাউন্ট হোল্ডার এর দুই কপি ছবি প্রয়োজন হবে।
• আপনার সিলেক্টেড নমিনির ১ কপি ছবি।
আমি যেই বিষয়গুলো বা যেই কাগজপত্র গুলোর কথা উপরে বলেছি সেই কাগজপত্রগুলো আপনার ফিলআপ কৃত ফরমের সাথে সাবমিট করলে আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম বা উপায়
আপনি এতো এতো কষ্ট করে এতো এতো কাগজপত্র সংগ্রহ করে অগ্রণী ব্যাংক একাউন্ট তৈরি করেছেন। তারপর আপনি আপনার ব্যাংক একাউন্টে লেনদেন করা সম্পূর্ণ করলেন তো এখন আপনার জানা দরকার অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম বা উপায়।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার সুন্দর একটি সিস্টেম চালু করেছে। সেটা হলো এসএমএস বা মেসেজের মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করা। এইরকম একটি সুন্দর ব্যবস্থা করার জন্য অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেই হয়।এখন কথা হলো কিভাবে এসএমএস বা মেসেজ করলে ব্যালেন্স চেক করা যাবে।
এরজন্য আপনি আপনার স্মার্টফোন বা বাটন ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। এরপর ক্রিয়েট মেসেজ অপশনে যাবেন তারপর লিখতে হবে STM <space> a/c আপনার ব্যাংক একাউন্ট এর শেষ পাঁচ অক্ষর দিবেন তারপর আপনি পাঠিয়ে দিবেন 01969900059 এই নাম্বারে।এই তো আপনার কাজ প্রায় শেষ। এখন শুধু অপেক্ষা করার পালা।আপনি এক বা দুই মিনিট অপেক্ষা করলেই অগ্রণী ব্যাংক থেকে আপনাদের একটি মেসেজ পাঠানো হবে। এই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার একাউন্ট এর ব্যালেন্স কতো টাকা রয়েছে।
শেষ কথাঃ-অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম(agrani bank account opening) নিয়ে প্রতিটা খুটিনাটি বিষয় জানানোর চেষ্টা করেছি। তারপরও যদি অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম(agrani bank account opening) নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি কমেন্ট করে জানাবেন। আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।