পাসপোর্ট চেক করার নিয়ম | Passport Check Korar Niom

পাসপোর্ট চেক করার নিয়ম (Online Passport Check Korar Niom ) আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করি অনেক ভালো আছেন।পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ (Online passport check) সম্পর্কে জানবো এই আর্টিকেলে।আপনার পাসপোর্ট হয়ে ছে কিনা পাশাপাশি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ও অন্তর্ভুক্ত থাকবে এই আর্টিকেলে।

পাসপোর্ট চেক করার নিয়ম

আমরা অনেকেই আছি যারা নতুন পাসপোর্ট করি কিন্তু সেই পাসপোর্ট আর চেক করতে পারি। আবার অনেকেই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২১ জানে যা কিনা ২০২২ সালে অনেকাংশেই কাজ করে না। তাই যারা পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ অর্থাৎ পাসপোর্ট চেক করার নিয়ম আপডেটেড ভার্সন জানতে যান তারা আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

নতুন পাসপোর্ট করার পর আমাদের পাসপোর্ট চেক প্রয়োজন হয়।কেননা অনেক সময় দেখা যায় পাসপোর্ট ২১ দিনের ভিতরেই হয়ে যায়। পক্ষান্তরে আবার যাদের ভাগ্য খারাপ তাদের পাসপোর্ট ২১ দিনের ভিতরে হয় না। এইসব কারণে আমি আপনাদেরকে আজকে দেখাবো অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম। কিন্তু আমি মনে করি এর আগে আমাদের পাসপোর্ট সম্পর্কে কিছু ধারণা নেওয়া প্রয়োজন। যেমন পাসপোর্ট কি ও পাসপোর্ট চেক করার নতুন নিয়ম।

পাসপোর্ট কি (Passport Ki)?

বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটি নাগরিকদের জন্য পাসপোর্ট তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।জাতীয় পরিচয় পত্র যেমন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে ঠিক তেমনিই একটি পাসপোর্ট একজন মানুষের পরিচয় বহন করে থাকে।যার কারণে আমাদের জানা উচিত কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করে।

পাসপোর্ট চেক করার জন্য আপনার যেসব ইনফরমেশন প্রয়োজন হবে?

আপনি যদি অনলাইনে পাসপোর্ট চেক করতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট অফিস থেকে আপনাকে প্রদান করা স্লিপটিতে থাকা নাম্বার টি আপনার প্রয়োজন হবে। তার সাথে আপনার অবশ্যই সঠিক জন্ম তারিখ জানা থাকতে হবে।

• আরও পড়ুন  – ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম | Voter ID Card Check Online

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২

প্রত্যেকবারের মতোই আপনি চাইলে আপনার পাসপোর্ট মোবাইল দিয়েই চেক করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ডিভাইসের ক্রোম ব্রাউজারে। আপনার কাছে যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে আপনি অন্য যেকোনো ব্রাউজার ব্যবহার করতে হবে।

• পাসপোর্ট চেক করার নিয়ম ধাপ ১ -> ব্রাউজারে আসার পর আপনি চলে আসবেন https://www.epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইটে।এটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই।

পাসপোর্ট চেক করার নিয়ম।Online passport check
পাসপোর্ট চেক করার নিয়ম।Online passport check

• পাসপোর্ট চেক করার নিয়ম ধাপ ২ -> আপনি যখন ধাপ ১ এ প্রদান করা ওয়েব এড্রেসে চলে আসবেন ঠিক তখন আপনি এই রকম একটি ওয়েবপেজ দেখতে পাবেন। এই ওয়েবপেজ আপনাকে একটি অপশন সঠিক ভাবে পূরন করতে হবে। অপশনটি হলো Online Registration ID অথবা Application Id.

• পাসপোর্ট চেক করার নিয়ম ধাপ ৩ -> আপনি যদি অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি অনলাইন রেজিষ্ট্রেশন আইডি নাম্বার দিবেন৷ অথবা আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে বা পিজিকালি পাসপোর্ট এর জন্য আবেদন করেন তাহলে আপনি অ্যাপলিকেশন আইডি দিবেন।

• পাসপোর্ট চেক করার নিয়ম ধাপ ৪ ->তারপর আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পূর্বে অবশ্যই জন্ম তারিখ দেওয়ার ফরম্যাট টা লক্ষ করবেন। এখানে প্রথমে দিন তারপর মাস ও বছর দিতে হবে।

• পাসপোর্ট চেক করার নিয়ম ধাপ ৫ -> এইসব কিছু সঠিকভাবে ফিলআপ করার পর আপনার ছোট্ট একটা কাজ করতে হবে।সেই কাজটা হলো আপনাকে একটা ক্যাপচা সঠিকভাবে পূরণ করতে হবে। যার জন্য আপনাকে ক্লিক করতপ হবে আই এম হিউম্যান অপশনে এবং তারপর ক্যাপচা পূরন করতে হবে।

তারপর আপনি চেক বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার পাসপোর্টের তথ্য গুলো উপস্থাপন করা হবে।তারমধ্যে আপনি একটা অপশন দেখতে পাবেন Check Application Status নামক এখানে যদি পেন্ডিং লেখা থাকে তাহলে আপনি মনে করবেন আপনার পাসপোর্ট এখনো পরিপূর্ণ হয়নি। আর যদি আপনি Approval লেখা দেখতে পান তাহলে মনে করবেন আপনার পাসপোর্ট পরিপূর্ণ হয়ে গেছে।

জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম | Jonmo Nibondhon Check in Online

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

উপরে আমি আপনাদের বলেছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে হয়। আপনি সেটা অনুসরণ করেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট চেক করার এপস ২০২২

এখন পর্যন্ত অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য কোনো এপ্স তৈরি করা হয়ইনি।আপনি অনলাইনে পাসপোর্ট চেক করতে হলে আপনাকে https://www.epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে।

পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে আমাদের সর্বশেষ কথা

ডিয়ার পাঠক,আমি যেভাবে আপনাদের বলেছি আপনি যদি শুরু থেকে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনিও অনলাইনে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Share this Article:

1 thought on “পাসপোর্ট চেক করার নিয়ম | Passport Check Korar Niom”

Leave a Comment