পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to Bkash

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম(Payoneer to Bkash) জানতে পারবেন এই আর্টিকেলে।পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম বিস্তারিত।পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার উপায় জানতে পারবেন পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের টাকা আসবে বিকাশেও কিন্তু কিভাবে জানুন।ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশে আনুন খুব সহজেই।পেওনিয়ার একাউন্টের টাকা নিয়ে আসুন বিকাশ একাউন্টে সেটা লাইভ দেখতে পারবেন এই লেখাটিতে।পাশাপাশি Bkash Remittance কি সেটাও জানতে পারবেন এই আর্টিকেলে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম- বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দের সংবাদ হলো এখন বাংলাদেশের ফ্রিল্যান্সার’রা তাদের উপার্জন করা ডলার গুলো সরাসরি বিকাশে ট্রান্সফার করতে পারেন।আরও আনন্দের সংবাদ হলো  আপনি যখন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনবেন তখনই আপনি ক্যাশব্যাক পাবেন।

দুই তিন বছর আগেও বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থা বেশি একটা ভালো ছিলো না।আমি একথা বলছি কারণ হয়তো ফ্রিল্যান্সার’রা হাজার হাজার ডলার ইনকাম করতো ঠিকই কিন্তু তারা সঠিক পেমেন্ট গেটওয়ে না পাওয়ার অনেক ফ্রিল্যান্সার তাদের পেমেন্ট গ্রহণ করতে পারতো না যদিও কোনো উপায়ে পেমেন্ট গ্রহণ করতা সেটা হতো বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার।

ঠিক সেই সময়ে বাংলাদেশে এলো পেওনিয়ার।পেওনিয়ার আসার পর ফ্রিল্যান্সার’রা তাদের উপার্জনকৃত ডলার মার্কেট প্লেস থেকে পেওনিয়ার একাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবো। তারপর সেই ডলার পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করতে পারতাম। কিন্তু তারপর সমস্যা ঠিক সমাধান হয়নি।কারণ এই প্রসেসিং এ ডলার ব্যাংকে আসতে অনেক সময় লাগতো।

কিছু এবার সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে বাংলাদেশের জনপ্রিয় ফ্রিল্যান্সিয়াল সার্ভিস বিকাশ।বিকাশ কোম্পানি সরাসরি পেওনিয়ার কোম্পানির সাথে কোলাবোরেশান করেছে। যার ফলে এখন আমাদের আর পেওনিয়ার থেকে ডলার ব্যাংকে ট্রান্সফার করার প্রয়োজন হবে না।এখন থেকে আপনি সরাসরি পেওনিয়ার থেকে বিকাশে ডলার ট্রান্সফার করতে পারবেন এবং পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে সময় লাগে মাত্র ২ থেকে ৫ মিনিট। আজকের আর্টিকেল পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম(Payoneer to Bkash) এই সম্পর্কেই।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম।Create Bkash Account

পেওনিয়ার কি?

পেওনিয়ার হলো এমন একটি অনলাইন ভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আপনি বিশ্বের প্রায় দুইশটির মতো দেশে আমরা ডলার আদান-প্রদান করতে পারি।তাই আমরা বলতে পারি পেওনিয়ার হলো একটি আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম।

Payoneer থেকে বিকাশে টাকা আনার উপায়

Payoneer থেকে বিকাশে টাকা আনতে হলে আপনার একটি Payoneer একাউন্ট থাকতে হবে।আপনার যদি Payoneer একাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি একটি Payoneer একাউন্ট তৈরি করে নিবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার উপায়

এখন আর আমাদের প্রয়োজনের সময় টাকার জন্য চার বা পাঁচ দিন অপেক্ষা করার প্রয়োজন হবে না।এখন আমরা পেওনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবো দুই থেকে দশ মিনিটের মাধ্যমে।যেটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য অনেক উপকারী এবং সম্মানের একটি বিষয়।তাহলে চলুন জেনে নেই  পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার উপায়।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ধাপ ১-> পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য আপনি প্রথমে বিকাশ এপ্সে চলে যাবেন। বিকাশ এপ্সে যাওয়ার পর আপনি More অথবা আরও বাটনের উপরে ক্লিক করবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ধাপ ২-> তারপর আপনি একটু নিচে তাকালে দেখবেন রেমিট্যান্স বা Remittance অপশনে ক্লিক করবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।Payoneer to Bkash
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।Payoneer to Bkash

ক্লিক করার পর আপনি একটিমাত্র অপশন পাবেন সেই অপশনটি হলো Payoneer .আপনি Payoneer এর উপর ক্লিক করবেন।ক্লিক করার পর আপনি দুইটি অপশন পাবেন।একটি হলো Create Payoneer Account With BKash আরেকটা অপশন হলো Link my Payoneer account। আপনার যদি Payoneer একাউন্ট না থাকে তাহলে Create Payoneer Account With BKash অপশনে ক্লিক করে Payoneer একাউন্ট তৈরি করে নিবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ধাপ ৩-> আপনার যদি ইতিমধ্যেই Payoneer একাউন্ট থেকে থাকে তাহলে আপনি Link my Payoneer account অপশনে ক্লিক করবেন। ক্লিক করার কর আপনি পেওনিয়ার একাউন্টে লগইন করার অপশন পাবেন। আপনি প্রথমে আপনার পেওনিয়ার একাউন্ট এর Email অথবা Username দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে Sign in অপশনে ক্লিক করলে আপনার Payoneer একাউন্টে লগইন হয়ে যাবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।Payoneer to Bkash
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।Payoneer to Bkash

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ধাপ ৪-> তারপর আপনি আপনার পেওনিয়ার একাউন্টে যতো টাকা অর্থাৎ যতো ডলার আছে তা দেখতে পাবেন। তারপর আপনার যতো টাকা বিকাশে আনার প্রয়োজন হয় ততো টাকা লিখবেন। তারপর নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম ধাপ ৪-> তারপর আপনি পেওনিয়ার একাউন্টে যেই নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি কোড আসবে।আপনি কোডটি সাবমিট করে দিলেই আপনার টাকা উত্তোলন সফল ভাবে হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই বিকাশ একাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার বিষয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিম্নে দেওয়া হলোঃ-

১) পেওনিয়ার থেকে বিকাশে সর্বনিম্ন কতো টাকা ট্রান্সফার করতে হবে?
=> পেওনিয়ার থেকে বিকাশে সর্বনিম্ন এক হাজার টাকা ট্রান্সফার করতে হবে।

২) পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ কতো টাকা ট্রান্সফার করা যাবে?

=> পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ কতো টাকা ট্রান্সফার করা যাবে এর কোনো লিমিটেশন দেওয়া হয়নি এখন পর্যন্ত।

৩) পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা কি নিরাপদ?

=> হ্যা,অবশ্যই নিরাপদ।

৪) পেওনিয়ার একাউন্ট ও বিকাশ একাউন্ট এর ইনফরমেশন কি সেইম হতে হবে?

=> হ্যা, আপনার পেওনিয়ার একাউন্ট যেই ব্যক্তির নামে সেই একই নামে বিকাশ একাউন্ট হতে হবে।

৫) পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে কতো সময় লাগতে পারে?

=> পেওনিয়ার থেকে বিকাশে টাকা আসতে খুব অল্প সময়েরই প্রয়োজন হয়। যেমন আমার ক্ষেত্রে ১ মিনিটের মাঝেই বিকাশ একাউন্টে টাকা যুক্ত হয়ে গিয়েছে। তাই আমরা ধরে নিতে পারি গড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগতে পারে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম(Payoneer to Bkash) নিয়ে আমাদের শেষ কথা

আপনার যদি আপনার ইনকাম করা ডলার গুলো অতি দ্রুত গতিতে আপনার পকেটে নিয়ে আসতে চান তাহলে আপনার জন্য পেওনিয়ার টু বিকাশ অপশন টি হবে সবচেয়ে ভালো একটি অপশন।আশা করি আপনি পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম জানতে পেরেছেন।আমাদের আজকের আর্টিকেল এই পর্যন্তই।আর্টিকেল টি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে।ধন্যবাদ।

Share this Article:

Leave a Comment