জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম | Birth Certificate Correction Online

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম, Birth Certificate Correction Online: জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম নিয়ে সকল ডিটেইলস সহ ইনফরমেশন পাবেন এই আর্টিকেলে। এই লেখাটি পড়লে আপনি জানতে পারবেন জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম ও জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম। পাশাপাশি জানতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২ এবং জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা।আরও জানতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ও জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করার নিয়ম।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২

বর্তমানে আমাদের দেশ তথা বাংলাদেশে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জন্ম নিবন্ধন নেই।কিন্তু সবার জন্ম নিবন্ধন থাকালেও খুব কম সংখ্যক মানুষের জন্ম নিবন্ধন সঠিক তথ্য রয়েছে। অন্যদের দেখা যায় সার্টিফিকেট এ এক তথ্য আবার জন্ম নিবন্ধন কার্ডে আরেক তথ্য। যার ফলে আমাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়।

কিন্তু জন্ম নিবন্ধন কোনো তথ্য সংশোধন করতে হলে আমাদেরকে ইউনিয়ন পরিষদে যেতে হয়।ইউনিয়ন পরিষদে যাওয়ার পরও আমাদের বেশ হয়রানির মুখোমুখি হতে হয়। পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা তো রয়েছেই। তাই এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসেই কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করতে হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কতো টাকা লাগে?

বাংলাদেশ সরকার কর্তৃক জন্ম নিবন্ধন এর তথ্য সংগ্রহ এবং পুনঃমুদ্রণের জন্য সামান্য কিছু ফি বা টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি যদি জন্ম নিবন্ধনের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে ফি হবে ১০০ টাকা।পিতার নাম, মাতার নাম,জন্ম তারিখ ছাড়া বাকি সকল তথ্য সংশোধন করার জন্য ফি হলো ৫০ টাকা।

জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার নিয়ম

আপনার জন্ম নিবন্ধনে যদি বয়স ভুল হয়ে থাকে আর আপনি যদি বয়স সংশোধন করতে চান তাহলে আপনি চাইলে অনলাইনেই জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। অনলাইনে জন্ম নিবন্ধন এর তারিখ বা বয়স সংশোধন এর জন্য আবেদন করার সময়ে আপনার নিজস্ব টিকা কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে বলা হবে।

জম্ম নিবন্ধনে বাবা/মায়ের নাম সংশোধন করার নিয়ম

আপনার জম্ম নিবন্ধনে আপনার বাবা বা মায়ের নাম ভুল হলে সেই নাম সঠিক করার জন্য আপনাকে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে। সবার প্রথমেই দেখতে হবে যে আপনার বাবা বা মায়ের জন্ম নিবন্ধন ঠিক আছে কিনা। যদি আপনার বাবা বা মায়ের জন্ম নিবন্ধনে ভুল থাকে তাহলে আগে আপনার বাবা বা মায়ের জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।তারপর আপনার বাবা অথবা মায়ের জন্ম নিবন্ধন টি অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন হয় সেটা খেয়াল রাখতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে চান তাহলে যেনো অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ড টি অনলাইনে নিবন্ধিত করা থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে। জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনি যখন সকল তথ্য সাবমিট করে দিবেন তখন এর শুনানির জন্য আপনাকে ডাকা হতে পারে। ডাকলে আপনাকে দরকারী ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে।

আরও পড়ুনঃ- পাসপোর্ট সংশোধন করার নিয়ম । Passport Correction Online

• ধাপ ১ঃ- আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার খুলুন এবং যেকোনো ব্রাউজার ওপেন করে চলে আসুন https://bdris.gov.bd/ এই ওয়েবসাইটে।ওয়েবসাইট টিতে প্রবেশ করার পর আপনি মেনুবারে ক্লিক করবেন তারপর মেনুবার থেকে জন্ম নিবন্ধন এর উপর ক্লিক করবেন। জন্ম নিবন্ধন এর উপর ক্লিক করলে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন। আপনার সিলেক্ট করতে হবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটির উপর।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online

• ধাপ ২ঃ- জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার আপনার সামনে একটি বক্স চলে আসবে।বক্সে প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার ও দ্বিতীয়ত আপনাকে আপনার জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online

ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধনের একটা বেসিক তথ্য দেখতে পাবেন। আপনি সেখান থেকে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা পপআপ ওপেন হবে।পপআপে লেখা থাকবে আপনি কি নিশ্চিত? আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন।

• ধাপ ৩ঃ- তারপর আপনার সামনে আবারও একটি ফরম চলে আসবে।ফরমের ১ম অপশনে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। দ্বিতীয় অপশনে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। তৃতীয় অপশনে আপনার অফিস সিলেক্ট করতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।Birth Certificate Correction Online

• ধাপ ৪ঃ- তারপর আপনাকে নতুন একটা পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজের প্রথমেই দেখতে পাবেন একটি সতর্কত বার্তা দেওয়া রয়েছে। সেটা হলো আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সর্বোচ্চ চারবার আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাবেন বিষয়। আপনি বিষয় এর উপর ক্লিল করবেন। বিষয়ে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন এর কোন তথ্য সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার সংশোধিত তথ্য সাবমিট করবেন। পাশাপাশি সংশোধনের কারণ সাবমিট করবেন।

তারপর আপনাকে আরও বেশকিছু তথ্য পূরণ করতে হবে। সবকিছু সঠিক ভাবে পূরন  করার পর আপনি সংযোজন নামক একটি বাটন পাবেন আপনি সংযোজন বাটন এর উপর ক্লিক করবেন। তারপর অবশ্যই আপনার স্মার্টফোনে তোলা একটি ছবি দিতে হবে।খেয়াল রাখবেন ছবিটি যেনো সোজাসুজি হয় ও সব জায়গায় আলো ঠিক মতো থাকে।

আরও পড়ুনঃ- পাসপোর্ট চেক করার নিয়ম।Online passport check

• ধাপ ৪ঃ- এবার সময় হলো আপনার পেমেন্ট করার। তারপর পেমেন্ট অপশনে আসবেন এবং ফি আদায় অপশন টি সিলেক্ট করবেন। যদি সবকিছু সঠিকভাবে করতে পারেন তাহলে সাবমিট অপশনে ক্লিক করুন।

সাবমিট করা শেষ তারমানে আপনি সফলভাবে আবেদন করে ফেলেছেন।এবার আপনাকে কর্তৃপক্ষ থেকে একটি রেফারেন্স কোড দেওয়া হবে সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন।

এইতো আপনার সকল কাজ শেষ।আপনি সফলতার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করতে পেরেছেন। আশা করি আর্টিকেলটি আপনার উপকারে এসেছে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার ফ্যামিলি ও বন্ধদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Share this Article: