ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম(Islami Bank Account Opening) সম্পর্কে জানতে চান অথবা অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানতে চান তাহলে এই আর্টিকেল টি আপনারই জন্য। ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম কোথায় পাবেন কিভাবে পূরণ করতে হবে পাশাপাশি ইসলামী ব্যাংকের নীতিমালা গুলোও জানতে পারবেন। ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে অর্থাৎ কি কি ইনফরমেশন লাগে সকল কিছু জানতে পারবেন এই লেখাটি পড়ার মাধ্যমে।শেষে একাউন্ট করার পর ইসলামী ব্যাংকে একাউন্ট দেখার উপায়ও জানাবো।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম:টাকা বা অর্থ একজন মানুষকে পরিপূর্নতা দান করে। টাকা আয় করার বহুমুখী মাধ্যম থাকলেও আমাদের পূর্বের প্রজন্মের কাছে কৃষিকাজই ছিলো তাদের টাকা বা অর্থ আয় করার প্রধান মাধ্যম।কিন্তু তাদের মাঝেও এমন অনেক মানুষজন ছিলো তাদের আওতাধীন নিজস্ব কোনো জায়গা ছিলো না।এমতাবস্থায় তারা নিজেদেরকে স্বচ্ছল রাখার জন্য অন্য মানুষের জায়গাতে কৃষি কাজ করতেন।
কিন্তু সমস্যা হলো সে জায়গা থেকে যদি কোনো অতিরিক্ত আয় হতো তা কৃষক’রা পেতেন না বা তাদেরকে দেওয়াই হতো না। সেই বাড়তি আয় জায়গায় সেই মালিক রয়েছে সেই ব্যক্তি নিয়ে যেতো।এর পাশাপাশি আবার অনেক কৃষক ছিলেন যারা কিনা তাদের চাষকৃত জমির মালিক দের কাছে কিছু টাকা সঞ্চয় বা জমা করতেন। যখন তাদের অর্থাৎ কৃষকদের বিশেষকোনো দরকারে টাকা প্রয়োজন হতো তখন কৃষকেরা তাদের সঞ্চয় বা জমা টাকার উপর ভিত্তি করে তাদের মালিকদের কাছ থেকে লোন বা ঋন নিতেন।ঠিক এই সুযোগ টি কাজে লাগিয়ে অনেক অসৎ জমির মালিকেরা কৃষকদের সকল অর্থ সম্পদ হাতিয়ে নিতো।কিন্তু এইভাবে তো আর বেশিদিন চলা সম্ভব নয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ আবিষ্কার করলো ব্যাংকিং সিস্টেম।
ফলে এখন মানুষজন আর আগের মতো নেই। আগের থেকে অনেক বেশি আপডেটেড হয়েছে। তার সাথে সাথে বিশাল পরিবর্তন লক্ষ করা যাক বর্তমান যুগের মানুষের জীবনধারাতে।কিন্তু একটি সত্ব আমাদেরকে তো মানতেই হবে সেটা হলো মানুষের অবস্থা সব সময়ই একই রকম থাকে না।হয়তো এইজন্যই মানুষ বলে সকালে রাজা আর বিকালে বিখারী। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি আমাদের আর্থিক অবস্থা সবসময় এক থাকবে এটা ভাবা বোকামির পরিচয় দেওয়া। তাহলে এখন উপায় কি?বা কি করলে আমাদের আর্থিক অবস্থায় একটা সমান প্রবাহ থাকবে? এই প্রশ্নটা নিশ্চয়ই মনের মধ্যে উঁকি মারছে তাইনা?
অনেকের মতেই আমাদের আর্থিক অবস্থায় একটা সমান প্রবাহে রাখার বিভিন্ন উপায় রয়েছে। তবে সেইসকল উপায়গুলোর মধ্যে সবচেয়ে গ্রহনযোগ্য উপায় হলো সেভিংস করা বা সঞ্চয় করা। এখন আমাদের সমাজে যেসকল মানুষ সচেতন তারা প্রায় সকলেই সেভিংস করা বা সঞ্চয় করার দিকে মনোযোগী হচ্ছেন।যদি এক কথায় বলতে হয় ভবিষ্যতে যদি আমরা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের উচিত অবশ্যই সেভিংস করা বা সঞ্চয় করা।
হয়তো এই বিষয়গুলো কিছু মানুষ আরও আগেই বুঝেছিলেন তাই তো তারা মাটির ব্যাংকে টাকা মজা করতেন।আর মাটির ব্যাংকে টাকা জমা করলে যেকোনো সময়ে তারা খরচ করতে ফেলতো এবং তা ভবিষ্যতের প্রয়োজনে কোনো কাজেই আসতো না।যেহেতু এখন মানুষ আগের থেকে অনেক স্মার্ট হয়েছে এবং তাদের চিন্তা ভাবনায় এসেছে আমুল পরিবর্তন তাই তারা এখন সঞ্চয় করার জন্য তারা ব্যাংকের দিকে ঝুঁকছে। তাই সঞ্চয় করার জন্য ব্যাংক এর উপর নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় এখন কল্পনা করা যায় না।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলতে কি কি তথ্য বা কাগজপত্র লাগে
আমরা যারা মুসলমান বা ইসলামিক মাইন্ডের রয়েছি তারা সবাই চাই একটি ইসলামিক ব্যাংকিং সিস্টেম। বাংলাদেশে ইসমালিক ব্যাংক বা ইসলামের শরিয়া অনুযায়ী পরিচালনা করা হয় এরকম শুধুমাত্র একটি ব্যাংকই রয়েছে। সেই ব্যাংকটির নাম হলো বাংলাদেশ ইসলামি ব্যাংক।বাংলাদেশ ইসলামি ব্যাংক এর প্রতিষ্ঠা কাল খুব বেশি একটা হয়নি।বাংলাদেশ ইসলামি ব্যাংক আনুমানিক ভাবে এর কার্যক্রম শুরু করে ২০০৪ সালে।মাত্র নয় বা দশ বছরে বাংলাদেশ ইসলামি ব্যাংক যতোটুকু খ্যাতি অর্জন করেছে তা বলার বাহিরে।আর এই খ্যাতি অর্জন করার পিছনে রয়েছে ইসলামিক শরিয়ত অনুযায়ী ব্যাংক পরিচালনা করা।
তাই এখন যারা নতুন করে ব্যাংক একাউন্ট খুলতে চায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ইসলামী ব্যাংক একাউন্ট খোলার আগ্রহ বেশি।তবে আপনি চাইলেই তো আর একটি ইসলামি ব্যাংক একাউন্ট খোলতে পারবেন না।ইসলামি ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস এর দরকার হবে। ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনার যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে না নিচে দেওয়া হলোঃ-
• আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন এর ফটোকপি।
• আপনি যদি পড়াশুনা করে থাকেন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর কাগজপত্র লাগবে।
• আপনি যেভাবে আয় করেন অর্থাৎ আপনার ইনকামের উৎস লাগবে।
• আপনি আপনার ব্যাংক একাউন্টে যাকে নমিনি করবেন তার ভোটার আইডি কার্ড।
• আপনি আপনার ব্যাংক একাউন্টে যাকে নমিনি করবেন তার ছবি।
• এক্টিভ রয়েছে এমন একটি মোবাইল নাম্বার।
• আপনার নিজের দুইকপি ছবি প্রয়োজন হবে। অবশ্যই আপনার দুইকপি ছবি হবে পাসপোর্ট সাইজের।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম অনুসরণ করতে হবে।আপনি নিচে সেই নিয়মগুলো সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করছি।
• আপনি যেই জায়গাতেই বসবাস করেন না কোনো সেখানে অবশ্যই একটি ইসলামি ব্যাংকের শাখা রয়েছে। আপনি আপনার বাড়ির কাছে যেই ইসলামি ব্যাংকের শাখা রয়েছে আপনি সেখানে চলে যাবেন। তারসাথে আমি উপরে যেসব কাগজপত্রের কথা বলেছি সেগুলো নিয়ে যাবেন।
• তারপর আপনি ব্যাংকের যেকোনো কর্মকর্তাকে বলবেন যে আপনি ইসলামি ব্যাংকে একাউন্ট খুলতে চান। তারপর সেই কর্মকর্তা আপনাকে একটি ফরম প্রদান করবে।
• উক্ত ফরমটি আপনি সময়নিয়ে সঠিকভাবে পূরণ করবেন।
• ফরমটি পূরন করেছেন তো এবার জমা দেওয়ার পালা।জমা দেওয়ার সময় আপনার কাছে থেকে যেসকল কাগজপত্র চাওয়া হবে আপনি সেগুলোও জমা দিবেন।
• ইসমালে ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই সমান্য কিছু টাকা প্রদান করতে হবে যেটাকে ব্যাংকের চার্জ বলা হয়।
• এইসকল কার্যক্রম পরিচালনা করার সময় আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি কোনো সিস্টেম বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ব্যাংকের হেল্প ডেস্ক এ বলবেন তারা আপনাকে সহযোগিতা করবে।
• আপনি যখন সকল কাজগুলো সফলভাবে করে ফেলবেন তখন আপনার ইসলামি ব্যাংকের একাউন্ট তৈরি করা হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইসলামি ব্যাংকের একাউন্ট তৈরি করা সফল হয়েছে?
• এটা আপনি ব্যাংকে গিয়ে জানতে পারবেন। অথবা আপনাকে ব্যাংক থেকে ফোন করে জানিয়ে দিবে।অথবা আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ পাঠানোর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত
আপনি যদি মনে করেন উপরের নিয়মে ব্যাংক একাউন্ট করা আপনার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার তাহলে আপনি চাইলে ঘরে বসেও অনলাইনে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলতে পারবেন। অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা ততোটা কঠিন কোনো বিষয় নয়।অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবেঃ-
• অনলাইনে ইসলামি ব্যাংকের একাউন্ট খোলার জন্য আপনার ছেলফিন(Cellfin) নামক একটি অ্যাপস এর দরকার হবে। তাই আপনি প্রথমে ছেলফিন(Cellfin) অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
• ছেলফিন(Cellfin) অ্যপসটি ডাউনলোড করা সম্পূর্ণ করে হয়ে গেলে ছেলফিন(Cellfin) অ্যপসটি Open করবেন।ওপেন করার পর Open Account লেখা দেখবেন। আপনি Open Account লেখার উপর ক্লিক করবেন।
• Open Account লেখার উপর ক্লিক করলে ছেলফিন(Cellfin) অ্যপস এ একটি পাসওয়ার্ড সেট করবেন তারপর আপনার সামনে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য একটি ফরম চলে আসবে।
• আপনার সামনে যেই ফরমটি আসবে উক্ত ফরমটি পূরন করবেন সঠিক তথ্য দিয়ে।কোনো তথ্য ভুল দিলে পরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।
• সকল তথ্য দিয়েছেন তারপর আপনি কি ধরনের একাউন্ট খোলতে চান অর্থাৎ আপনি একাউন্ট এর ধরন সিলেক্ট করবেন। তারপর Enter বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার ইসলামি ব্যাংকের একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করার উপায়
আপনি যেহেতু ইসলামি ব্যাংকের একাউন্ট খুলে ফেলেছেন সেহেতু আপনার এখন জানা উচিত কিভাবে ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করতে হয়।ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করা অনেক সহজ।আপনি প্রথমে ছেলফিন(Cellfin) অ্যাপসে চলে যাবেন। তারপর আপনি ব্যালেন্স চেক অপশনে গিয়ে আপনার ইসলামী ব্যাংকের একাউন্টে কতো টাকা আছে সেটা দেখতে পাবেন।
শেখ কথা
ব্যাংক একাউন্ট এখন প্রতিটি মানুষেরই থাকা প্রয়োজন। তাই এই আর্টিকেলে আমি দেখিয়েছি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।