Samsung Galaxy A23 5g স্যামসাং এর পক্ষ হতে একটি স্মার্টফোন। এই আর্টিকেলে আমরা এই স্মার্টফোন টি তথা Samsung Galaxy A23 5g সম্পর্কে জানবো ও আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করবো। যেমন আপনি Samsung A23 specifications সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনি জানতে পারবেন এই মোবাইল টি বাংলাদেশে কবে লঞ্চ করা হবে অর্থাৎ Samsung A23 5G release date সম্পর্কে। পাশাপাশি আপনি জানতে পারবেন Samsung Galaxy A23 5g price in Bangladesh সম্পর্কে।
স্মার্টফোন মার্কেটে জনপ্রিয় একটি স্মার্টফোন কোম্পানি হলো স্যামসাং। আমাদের অনেকেরই কমবেশি একটি ইচ্ছা থাকে যে আমরা স্যামসাংয়ের একটি ফোন কিনবো। স্যামসাং এ সিরিজের ফোন গুলো হয়ে থাকে অনেক বেশি সুন্দর সাধারণ মানুষের জন্য অর্থাৎ যারা মিড রেঞ্জ কিংবা এন্ট্রি লেভেলের স্মার্টফোন কিনতে চান। ঠিক এই সময়ে এ সিরিজের আন্ডারে স্যামসাং এর আরেকটি নতুন আসতে যাচ্ছে তা হলো Samsung A23 5g। চলুন তাহলে ফোনটি সম্পর্কে জানা যাক।
Samsung A23 5g Specifications
চলুন তাহলে প্রথমে Samsung A23 5g Specifications সম্পর্কে জানা যাক। Samsung A23 5g মোবাইল টিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৯৫ (Qualcomm Snapdragon 695) এই চিপসেট টি। এই চিপসেটটি ৬ ন্যনোমিটার ফেব্রিকেশন এ তৈরি করা হয়েছে। এটি একটি ওক্টা কোর প্রসেসর। মোবাইল টিতে জিপিইউ থাকবে Adreno 619 এই জিপিইউ টি। এই স্মার্টফোন টিতে টি ব্যারিয়েন্টের Ram পাবেন। প্রথমে ৪ জিবি তারপর ৬ জিবি তারপর ৮ জিবি। আর এই Ram টাইপ হলো এলপিপিডিআরফোরএক্স।
Samsung A23 5g Camera
Samsung A23 5g মোবাইল টির ব্যাক প্যানেলে ৪ টি ক্যামেরা থাকবে। প্রথম তথা মেইন ক্যামেরাটি হলো ৫০ মেগাপিক্সেল এর ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি হলো একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার মেগাপিক্সেল হলো ৮। তৃতীয় নাম্বারে একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে তার মেগাপিক্সেল হলো ২ মেগাপিক্সেল। ব্যাক প্যানেলে চতুর্থ তথা শেষ ক্যামেরা টি হলো ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ্ ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ৪কে ৩০ এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আপনারা Samsung A23 5g ফ্রন্টে তথা সেলফি ক্যামেরা হিসেবে পাবেন ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।
Samsung A23 5g Network & Connectivity
এবার আমরা জানবো Samsung A23 5g Network & Connectivity সম্পর্কে। মোবাইল টিতে আপনারা ডুয়েল সিম স্লট পাবেন ও সাথে অতিরিক্ত ম্যামোরি কার্ড ব্যবহার করার স্লট পাবেন। মোবাইল টিতে ব্লুটুথ হিসেবে থাকছে ৫.০। মোবাইল টিতে আপনারা জিপিএস এর সুবিধা পেয়ে যাবেন। এই মোবাইল টিতে এনএফসি নেই। মোবাইল টিতে আপনারা ইউএসবি টাইপ হিসেবে থাকছে ইউএসবি সি।
Samsung Galaxy A23 5g Battery & Charging
মোবাইল টিতে ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ এমএইচ এর বিশাল ব্যাটারি। এই স্মার্টফোন টিতে আপনারা কোনো ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন না। কিন্তু আপনারা মোবাইল টিতে ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Samsung Galaxy A23 5g Security & Sensors
একটি মোবাইল এর গুরুত্বপূর্ণ একটি ভুমিকা পালন করে সেই মোবাইল এর সিকিউরিটি সিস্টেম বা সিকিউরিটি সেন্সর গুলো। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে রয়েছে ফেইস আনলক সিস্টেম। এছাড়াও আপনারা মোবাইল টিতে পেয়ে যাবেন Accelerometer ও Gyro সেন্সর।
Samsung Galaxy A23 5G Price in Bangladesh
তাহলে এবার Samsung Galaxy A23 5G Price in Bangladesh সম্পর্কে ধারণা নেওয়া যাক। আপনারা ইতিমধ্যে জানেন মোবাইল বিভিন্ন ব্যারিয়েন্টে আসবে। তাই ব্যারিয়েন্ট অনুযায়ী দাম নির্ভর করবে। তবে ধারণা করা যায় মোবাইল টির দাম শুরু হবে ২৫০০০ টাকা থেকে।
Samsung A23 5G Release Date
মোবাইলটি সম্পর্কে এতো কিছু জানার পর এবার তাহলে অবশ্যই জানতে হয় Samsung A23 5G মোবাইল টি কবে Release করা হবে। এই স্মার্টফোন টি রিলিজ করা হতে পারে আগস্ট এর ২৫ তারিখ।
Samsung Galaxy A23 5g নিয়ে শেষ কথা
মোবাইলটি সম্পর্কে এত কিছু জানার পর আপনার এ স্মার্টফোনটি নিয়ে কি মনে হয়েছে সেটা আপনি চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে এই ফোনটির স্পেসিফিকেশন আপনার কাছে উপযুক্ত মনে হয়েছে কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। পরিশেষে, এই স্মার্টফোনটি আপনাদের কাছে যেমনই লাগুক না কেন আমাদের এই আর্টিকেলটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। মোবাইল নিয়ে এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন। ধন্যবাদ।