স্যামসাং আপকামিং নতুন মোবাইল ২০২২: কোনগুলি আপনি কি জানেন? যদি না জানেন তাহলেও চিন্তার কিছু নেই। কারণ এই আর্টিকেলে আপনি ৫টি সেরা আপকামিং নতুন মোবাইল ফোন সম্পর্কে জানতে পারবেন। স্যামসাং নতুন মোবাইল ফোন সম্পর্কে জানার পাশাপাশি আপনি samsung upcoming phones 2023 অর্থাৎ ২০২৩ সালে Samsung এর পক্ষ হতে আমরা কোনগুলি পাবো সেটাও আপনাদের জানাবো এই আর্টিকেলে। samsung upcoming phones 2022 জানার সাথে samsung upcoming phones 2022 bangladesh সম্পর্কেও আপনাদের জানাবো। তাছাড়াও আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছেন যারা স্যামসাং (Samsung) এর শুধু এ সিরিজের (a series) ফোনের জন্য অপেক্ষা করে থাকেন যার কারণে এই আর্টিকেলে আমরা samsung upcoming a series phones 2022 সম্পর্কেও জানবো।
Samsung 5 Upcoming Mobile
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনি আমাদের এই আর্টিকেল টি পড়ছেন এর মানে আপনি Samsung upcoming Mobile সম্পর্কে জানতে খুবই আগ্রহী। তাই ধরে নেওয়া যায় আপনি Samsung ফোন এর অনেক বড় একজন ফ্যান। ফ্যান হবেনই না কেনো? স্যামসাং এখন অনেক ভালো ভালো ফোন তৈরি করে যাচ্ছে। পাশাপাশি Samsung এর ইউআই দিয়ে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। এন্ড্রয়েড ইউজার দের অধিকাংশ মানুষেরই পছন্দের তালিকায় থাকে স্যামসাং এর ওয়ান ইউআই।এছাড়াও স্যামসাং এর ফোনগুলোতে অনেক গুলো এন্ড্রয়েড আপডেট সরবরাহ করে থাকে। পাশাপাশি স্যামসাং এর তাদের ক্যামেরা অ্যালগোরিদমে অনেক ইমপ্রুভমেন্ট করেছে। তাই অনেকেই তাদের ফোন হিসেবে স্যামসাং ব্যবহার করে। তাহলে চলুন Samsung upcoming Mobile গুলো সম্পর্কে জানা যাক।
Samsung Upcoming Phones 2023
আমরা তাহলে শুরুতেই জানি ২০২৩ সালে স্যামসাং এর পক্ষ হতে আমরা কোন ফোনগুলো পাবো তথা Samsung Upcoming Phones 2023। ২০২৩ সালে Samsung এর অনেক Upcoming ফোন রয়েছে। তবে আমরা আমাদের আর্টিকেলে ২০২৩ সালের আপকামিং কিছু বেষ্ট ফোন সম্পর্কে জানবো।
Samsung S23 Ultra
Samsung S23 Ultra –> আমরা প্রথমে জানবো Samsung S23 Ultra সম্পর্কে। এই ফোনটি ২০২৩ সালের এস সিরিজের সর্বোচ্চ ফোন। এখন তাহলে জানা যাক এই ফোনটিতে কি কি ফিচার থাকবে। এই মোবাইল একটি ৫জি ফোন হবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতে পারে ৪৫০০ এমএইচ বা ৫০০০ এমএইচ এর ব্যাটারি। এর ফোনটি বা Samsung S23 Ultra মূল আকর্ষণ থাকবে এর মেইন ক্যামেরা। কেননা এতে প্রাইমারি সেন্সর টি থাকবে ২০০ মেগাপিক্সেল এর। এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্নাপড্রাগন এইট জেন ২।
Samsung S23 Plus
Samsung S23 Plus -> ২০২৩ সালের এস সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ফোন হলো Samsung S23 Plus। Samsung S23 Plus এই মোবাইল একটি ৫জি ফোন হবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতে পারে ৪৫০০ এমএইচ বা ৫০০০ এমএইচ এর ব্যাটারি।এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্নাপড্রাগন এইট জেন ২। Samsung S23 Plus ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
• আরও পড়ুন-> ফুটবল লাইভ ম্যাচ দেখার নিয়ম | Football Live Match Dekhar Niom
Samsung S23
Samsung S23 -> ২০২৩ সালের এস সিরিজের তৃতীয় সর্বোচ্চ ফোন হলো Samsung S23। Samsung S23 এই মোবাইল একটি ৫জি ফোন হবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতে পারে ৪৫০০ এমএইচ বা ৫০০০ এমএইচ এর ব্যাটারি।এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্নাপড্রাগন এইট জেন ২। Samsung S23 ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
Samsung S23 FE
Samsung S23 FE -> স্যামসাং এর এস সিরিজের ফোনগুলোর দাম এমনিতেই অনেক বেশি হয়ে থাকে। যার কারণে অনেকের ইচ্ছে থাকার সত্বেও এস সিরিজের ফোনগুলো কিনতে পারে না। এই অবস্থায় স্যামসাং তাদের গ্রাহকদের মন রক্ষায় একটি ফ্যান এডিসনের ফোন লঞ্চ করে থাকে। যেখানে এস সিরিজের অন্যান্য ফোনগুলোর প্রায় সকল সুযোগ সুবিধাই দেওয়া হয়। তার কারণে Samsung S23 FE অনেকেরই পছন্দের তালিকায় থাকবে বলে আশা করা যায়। (Samsung 5 Upcoming Mobile)
Samsung Upcoming A Series Phones 2022
আমরা যারা স্যামসাং এর এস সিরিজের ফোন গুলো কিনতে পারি না তাদের অনেকেরই লক্ষ থাকে স্যামসাং এর এ সিরিজের ফোন গুলোর দিকে। কেননা স্যামসাং এ সিরিজের ফোন গুলো থাকে মিড বাজেট।বাজেটে অনেক সুন্দর সফটওয়্যার এক্সপেরিয়েন্স, অনেক ভালো ক্যামেরা আমাদেরকে উপহার দিয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় স্যামসাং এ সিরিজের ফোন গুলোর প্রতি এতো আকর্ষণ থাকে আমাদের। এই বছর দেখা যায় স্যামসাং গ্যালাক্সি A53 ফোন লঞ্চ করেছে।(Samsung 5 Upcoming Mobile)
Samsung Galaxy A53s
Samsung Galaxy A53s -> স্যামসাং গ্যালাক্সি a53 5g এই মোবাইলটির সাক্সেসর হিসেবে স্যামসাং খুব শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি aa53s মোবাইল আমাদের দেশ সহ বিভিন্ন দেশে লঞ্চ করবে। স্যামসাং এর এই ফোনটাতে সুপার এমোলেড ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি স্যামসাং এর ফোনটাতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা হিসেবে চারটে ক্যামেরা থাকতে পারে। এছাড়া অবশ্যই ফোনটা ফাইভ-জি ফোন হবে।(Samsung 5 Upcoming Mobile)
Samsung Upcoming Mobile Phone in Bangladesh
আচ্ছা স্যামসাংয়ের আপকামিং ফোন গুলো নিয়ে আপনাদের কিন্তু কিছুটা সর্তকতা অবলম্বন করতে হবে। কেননা এই ফোনগুলো যে একদম আসবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। কিংবা স্যামসাং কোন নিশ্চয়তা দেয় নি যে এই ফোনগুলো তারা আনবে। কিন্তু অধিকাংশ লিক থেকে জানা যায় এই ফোনগুলো তারা পরবর্তী সময়ে আনবে। কিন্তু এটা মূল নির্ভর করে স্যামসাং কোম্পানির উপর। বিগত দিনগুলোতে এমন অনেক দেখা গিয়েছে স্যামসাং এর পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষিত হওয়া ফোনও পরবর্তীতে তারার লঞ্চ করে নি। যদিও করে থাকে তাহলে সেটা ইউরোপ কিংবা আফ্রিকার মার্কেটে লঞ করেছে। সেটা ভারত বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেনি। আমরা আপকামিং ফোন গুলো নিয়ে সকল তথ্য অনলাইনের বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি।
পাশাপাশি আমরা এই ফোন গুলোর যেই স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট স্পিসিফিকেশন সেটা কিন্তু নয়। এইগুলো বিভিন্ন এক্সপার্ট গন তাদের সম্ভাব্য মতামত অনলাইনের বিভিন্ন সোর্সে শেয়ার করেছেন। আমরা সেখান থেকে আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি বুঝতে পেরেছেন।(Samsung 5 Upcoming Mobile)
প্রিয় বন্ধুরা,আমরা চলে এসেছি আমাদের আর্টিকেলের একদম শেষ পর্যায়ে। Samsung এর পাঁচটি আপকামিং ফোন সম্পর্কে আশা করি আপনারা জানতে পেরেছেন। স্যামসাং আপকামিং ফোনের মধ্যে আপনার কোন কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি যদি সামনে ফোন কিনে থাকেন এই পাঁচটি ফোনের মধ্যে কোন ফোনটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন।
এছাড়াও আপনি কেনো স্যামসাং এর ফোন অন্যান্য ফোনের তুলনায় বেশি পছন্দ করেন চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এতে করে অন্যান্য মানুষজন স্যামসাং ফোন সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।আমাদের এই আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, যাতে তারাও স্যামসাং এর পক্ষ হতে আপকামিং কিছু স্মার্টফোন সম্পর্কে জানতে পারে। পাশাপাশি Samsung সহ আরো অন্যান্য ব্র্যান্ডের আপকামিং ফোনের তথ্য জানতে আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন।(Samsung 5 Upcoming Mobile)