১০টি লাভজনক ব্যবসার আইডিয়া | 10 Profitable Business Ideas

১০টি লাভজনক ব্যবসার আইডিয়া(10 profitable business ideas) সম্পর্কে আপনাকে জানাবো আমাদের এই আর্টিকেলে। এই আইডিয়া গুলো সম্পূর্ণ নতুন ব্যবসার আইডিয়া। পাশাপাশি এই ব্যবসার আইডিয়া বাংলাদেশকে টার্গেট করে আপনাদের জানাবো। ১০টি লাভজনক ব্যবসার আইডিয়ার মধ্যে হালাল ব্যবসার আইডিয়াও রয়েছে।এই আইডিয়া গুলো বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা আইডিয়া এবং অল্প পুঁজির লাভজনক ব্যবসা আইডিয়া। আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে লেখাটি আপনার জন্য অনেক ইম্পরট্যান্ট কারণ লেখাটিতে গ্রামের ব্যবসার আইডিয়া রয়েছে।

১০টি লাভজনক ব্যবসার আইডিয়া

বর্তমান সময়ে আমরা অনেকেই চাই একটি ব্যবসা শুরু করবো কিন্তু ব্যবসা শুরু করবো বললেই তো একটি ব্যবসা শুরু করা যায় না। একটি ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন একটি সঠিক লাভজনক ব্যবসার আইডিয়া।আমাদের অনেকের শুধুমাত্র এই ব্যবসা আইডিয়া না থাকার কারণে একটি ব্যবসা শুরু করতে পারছি না। আবার অনেকেই একটি ব্যবসা আইডিয়া খুঁজে বের করলেও সেটা লাভজনক কিনা বুঝতে পারি না ইত্যাদি বিষয়। আমি এই আর্টিকেলে আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনি বুঝতে পারবেন কোন ব্যবসার আইডিয়া লাভজনক বা বেশি প্রোফিটেবল এবং এই প্রতিটি ব্যবসা আপনি খুবই সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন।

১০টি লাভজনক ব্যবসার আইডিয়া | 10 Profitable Business Ideas
১০টি লাভজনক ব্যবসার আইডিয়া | 10 Profitable Business Ideas

ব্যবসা এমন একটি বিষয় যেটা আপনাকে অল্প সময়ে অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে আবার আপনি যদি আপনার অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলেন আপনার অনিচ্ছাকৃত ভুল এর জন্য আপনাকে অনেক ক্ষতির মুখে নিয়ে যেতে পারে। তাই একটি ব্যবসা শুরু করার আগে অবশ্যই প্রোপার প্রিপারেশন নিতে হবে এবং প্রোপার গাইডলাইন ফলো করতে হবে। আপনি যদি সকল কিছু সঠিকভাবে করতে পারেন তাহলেই ইনশাআল্লাহ সফলতা মিলবে আপনার ব্যবসায়ে। নতুন একটি ব্যবসা শুরু করার জন্য যে যে বিষয় জানা প্রয়োজন সকল বিষয় সম্পর্কে ধারণা পাবেন এই আর্টিকেলে। তাই আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা ব্যবসা আইডিয়া নিয়ে আমাদের আজকের আর্টিকেলে।

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা

১-> ফ্লেক্সিলোড এর ব্যবসাঃ- আপনি চাইলে খুব সহজে ও অল্প পরিশ্রমে একটি ব্যবসা শুরু করতে পারেন সেটা হলো ফ্লেক্সিলোড এর ব্যবসা। ফ্লেক্সিলোড শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। ফ্লেক্সিলোড হলো ফোনে টাকা লোড করা। ফ্লেক্সিলোড অল্প পুঁজির লাভজনক ব্যবসা। ফ্লেক্সিলোড এর ব্যবসা করতে আপনার বড়ো কোনো জায়গায় প্রয়োজন হবে না।

২-> বিকাশ এর ব্যবসাঃ- এখন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বিকাশ ব্যবহার করে না। আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে বিকাশ এর ব্যবসা আপনার জন্য। বিকাশে আপনি নির্দিষ্ট পরিমানে যদি সেন্ড মানি ও ক্যাশ আউট করাতে পারেন তাহলে আপনি আপনার সেন্ড মানি ও ক্যাশ আউট এর উপর নির্ভর করে আপনি বিকাশ থেকে টাকা পাবেন। বিকাশ এর ব্যবসা করতেও আপনার বড়ো কোনো জায়গায় প্রয়োজন হবে না।

৩-> কফিশপের ব্যবসাঃ- প্রতিটি মানুষই কফি পান করতে পছন্দ করে। এই পছন্দকে কাজে লাগিয়ে আপনি চাইলে একটি কফিশপ দিতে পারেন। কফিশপ দেওয়ার জন্য আপনার বেশি টাকা পয়সা লাগবে না। আপনার শুধু সামান্য একটু জায়গার।

ব্যবসার আইডিয়া বাংলাদেশ

৪-> আইটি ব্যবসাঃ- আপনার কাছে যদি একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার থাকে তাহলে আপনি আইটি ব্যবসা করতে পারেন। আইটি ব্যবসা বলতে আপনি মানুষের জম্ম নিবন্ধন ভুল থাকলে সংশোধন করে দিলেন বা ভোটার আইডি কার্ডে ভুল থাকলে সংশোধন করে দিলেন ইত্যাদি বিষয়।

৫-> আইটি ট্রেনিং এর ব্যবসাঃ- আপনার কাছে যদি একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার থাকে তাহলে আপনি আইটি ট্রেনিং এর ব্যবসা করতে পারবেন। আইটি ট্রেনিং হলো আপনি মানুষদের শিখাইবেন কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হয় বা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে টাইপিং করতে হয় যার চাহিদা এখন প্রচুর।

১০টি লাভজনক ব্যবসার আইডিয়া | 10 Profitable Business Ideas
১০টি লাভজনক ব্যবসার আইডিয়া | 10 Profitable Business Ideas

নতুন ব্যবসার আইডিয়া

৬->  স্টুডিও এর ব্যবসাঃ- আপনার যদি একটি ক্যামেরা থাকে এবং ফটোশপ সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি
স্টুডিও এর ব্যবসা শুরু করতে পারেন। এখন আমাদের সবারই বিভিন্ন প্রয়োজনে ছবির প্রয়োজন হয়। তাই বলা যায় স্টুডিও এর ব্যবসা অনেক ভালো একটি ব্যবসা হতে পারে যদি আপনি সবকিছু সঠিকভাবে করতে পারেন।

৭-> গ্যাজেট এর ব্যবসা-> মানুষজন এখন শুধু ডিজিটাল পণ্যের দিকে ধাবিত হচ্ছে। তাই আপনি চাইলে নানা প্রকার গ্যাজেট এর ব্যবসা করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার মোটামুটি পুঁজির প্রয়োজন হবে।

৮-> গার্মেন্টস এর ব্যবসা-> আমরা সবাই কেনাকাটা করডে ভালোবাসি। আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো পুঁজি থাকে তাহলে আপনি গার্মেন্টস এর ব্যবসা শুরু করতে পারেন।

অল্প পুঁজির লাভজনক ব্যবসা

৯-> লাইব্রেরী এর ব্যবসাঃ- আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা বই পড়তে পছন্দ করে আপনি তাদের টার্গেট করে লাইব্রেরী এর ব্যবসা করতে পারেন।

১০-> ফোনের কভার এর ব্যবসাঃ- আমরা সবাই এখন মোবাইল ফোন  ব্যবহার করি। আমরা সবসময় চাই আমাদের ফোনে একটি ভালো কভার ব্যবহার করার জন্য তাই আপনি ফোনের কভার এর ব্যবসা করতে পারেন।

লাভজনক ব্যবসা চেনার উপায়

একটি ব্যবসা লাভজনক কিনা সেটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা, আপনার ব্যবসা যদি লাভজনক না হয় তাহলে সেই ব্যবসা শুরু করার কোনো মানে হয় না। এখন মূল কথায় আসা যাক আমরা কিভাবে লাভজনক ব্যবসা চিনবো। লাভজনক ব্যবসা চেনার জন্য আপনি আপনার পছন্দের ব্যবসা আইডিয়া অনুয়ায়ী বিভিন্ন দোকানে দিয়ে দোকানের মালিকদের গিয়ে তাদের ব্যবসার অগ্রগতি এবং তাদের ব্যবসার প্রগ্রেস সম্পর্কে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে বেশ ভালো করে বুঝিয়ে বলতে পারবে।

এটা তো অফলাইনে লাভজনক ব্যবসা চেনার উপায়। অফলাইনে চেক করার পর আপনি অনলাইনে চেক করতে পারেন আপনার ব্যবসা এর ভবিষ্যৎ নিয়ে। আপনি আপনার ব্যবসার টপিক নিয়ে গুগল ও ইউটিউবে সার্চ করলে বেশ ভালো বুঝতে পারবেন উক্ত ব্যবসা সম্পর্কে। পাশাপাশি আপনার কোনো রিলেটিভ যদি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে তাকেও জিজ্ঞেস করতে পারেন সে আপনাকে বেশ ভালো বলতে পারবে আমার বিশ্বাস। এভাবেই আপনি একটি ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

আজকের আর্টিকেল নিয়ে আমাদের শেষকথা

আমি এখানে শুধুমাত্র দশটি ব্যবসা আইডিয়া নিয়ে আপনাদের ধারণা দিয়েছি। আপনার যদি উপরের দশটি আইডিয়া পছন্দ না হয় তাহলে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশে এই দশটি ব্যবসা আইডিয়া ছাড়াও আরও অনেক লাভজনক ব্যবসা আইডিয়া রয়েছে। এখন আপনার করনীয় হলো আপনার পছন্দের আইডিয়া টি নিয়ে রিসার্চ করা। আপনার রিসার্চ করা আইডিয়া টি যদি লাভজনক হয় তাহলে মহান আল্লাহর তায়ালার উপর ভরসা করে আপনার ব্যবসা শুরু করে দিন।

পাশাপাশি আপনার যদি ব্যবসা সম্পর্কিত আমাদের এই লেখাটি ভালো লাগে তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের লেখাটি শেয়ার করতে পারেন এতে করে আরও অনেক মানুষ ব্যবসা সম্পর্কে জানতে পারবে ও বুঝতে পারবে। উপরের দশটি ব্যবসা আইডিয়ার মধ্যে আপনার কোন ব্যবসা আইডিয়াটি ভালো লেগেছে সেটা আপনি জানাতে পারেন কমেন্ট করে এবং আপনি যদি ব্যবসা সম্পর্কে আরও কিছু জানতে চান কমেন্ট করবেন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Share this Article:

Leave a Comment