ডুবাই ভিসা চেক করার নিয়ম
ডুবাই ভিসা চেক করার নিয়ম(dubai visa check) আপনি জানতে পারবেন এই আর্টিকেলে। পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম আপনি জানতে পারবেন এই লেখাটিতে।পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কিভাবে করতে হয় সেটা আপনাদের জানাবো এই আর্টিকেলে।Dubai Visa Check 2022 আপডেট নিয়ম আপনি জানতে পারবেন এই লেখাটিতে।
ডুবাই ভিসা চেক করার নিয়ম
একটি দেশে গমন করার জন্য যে সকল বিষয় বা কাগজপত্র প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বা কাগজপত্র হলো ভিসা। আপনি আপনার ভিসা ছাড়া কোনো একটি দেশেও যেতে পারবেন না। আপনি এই আর্টিকেল টি পড়ার কারণে আমি বলতেই পারি আপনি ডুবাই ভিসা চেক dubai visa check) করতে চাচ্ছেন। তাই এই আর্টিকেলে আমি আপনার সাথে শেয়ার করবো ডুবাই ভিসা চেক করার নিয়ম(Dubai Visa Check 2022)
Dubai Visa Check
আমরা যেহেতু ডুবাই ভিসা চেক করবো অনলাইনে সেহেতু আমাদের জানতে হবে অনলাইনে ডুবাই এর পাসপোর্ট চেক করতে কি কি কাগজ লাগবে বা কি কি তথ্যের প্রয়োজন হবে। তাছাড়াও এটা জানা জরুরী যে ডুবাই ভিসা চেক করার জন্য কতো টাকা টাকা লাগবে ইত্যাদি বিষয়।
Dubai Visa Check 2022
ডুবাই ভিসা চেক বা যাচাই করার জন্য আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার কোন ডিভাইসের দরকার হবে।অর্থাৎ আপনার স্মার্টফোন লাগবে না কম্পিউটার লাগবে না ল্যাপটপ লাগবে? আপনার যেকোনো একটা ডিভাইস হলেই আপনি Dubai Visa Check করতে পারবেন।তাহলে চলুন ডুবাই ভিসা চেক করা যাক।
Dubai Visa Check Bangladesh
আপনি প্রথমে আপনার ডিভাইস অনুযায়ী আপনার পছন্দমতো যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তবে আমি আপনাকে বলবো আপনার ডিভাইস যেটাই হোক না কেনো আপনি গুগল এর ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য। আর অবশ্যই আপনার একটি সচল ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য বা এমনিতেই ডুবাই ভিসা অনলাইনে চেক করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে। কোন ওয়েবসাইট থেকে করতে হয় সকল কিছু জানতে পারবেন এই লেখাটিতে।
• ধাপ ১-> আপনি প্রথমে আপনার ব্রাউজার এর সার্চ বারে যাবেন এবং সার্চ করবেন “ica smart service” এটা লিখে। তারপরে আপনি প্রথমে যেই ওয়েবসাইট টি দেখতে পাবেন আপনি সেই ওয়েবসাইটে যাবেন। আপনি যাতে সঠিক ভাবে ও সঠিক ওয়েবসাইটএ যেতে পারেন তার জন্য আমি উক্ত ওয়েবসাইটের লিংক মার্ক করে নিচে একটি ছবি দিয়ে দিলাম।
• ধাপ ২-> ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি সরাসরি মেনুবার এ চলে যাবেন। তারপরে সেখান থেকে আপনি পাবলিক সার্ভিসেস অপশন এ যাবেন।তারপর আপনার সামনে স্মার্ট সার্ভিস নামক একটি অপশন আসবে। তারপর আপনি সেখান থেকে নিচে লক্ষ করলে file validity অপশন পাবেন।
• ধাপ ৩-> file validity অপশন থেকে আপনি আপনার পাসপোর্ট এর যাবতীয় ইনফরমেশন যেমনঃ- পাসপোর্ট নং,পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এর মেয়াদকাল ইত্যাদি দিয়ে আপনি ক্যাপচা পূরন করে Search অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার ডুবাই ভিসার সকল কিছু দেখতে পাবেন।
ভিসার তথ্য না আসলে করনীয় কি?
উপরের বিষয় গুলো সবগুলো সঠিকভাবে অনুসরণ করার পরও যদি আপনার ভিসার তথ্য না পান তাহলে আপনি কি করবেন বা আপনার করনীয় কি সেটা আপনার জানা থাকা উচিত।
ভিসার তথ্য না আসার একাধিক কারণ থাকতে পারে। যেমন আপনার সাবমিট করা তথ্য যেমন আপনার পাসপোর্ট নাম্বার, নং ইত্যাদি বিষয়ে ভুল থাকলে আপনার ভিসার তথ্য আসবে না। তাই এই সকল তথ্য পূনরায় সাবমিট করে দেখবেন আশা করি তাহলে আপনি আপনার ভিসার তথ্য পেয়ে যাবেন।
এরপরেও যদি আপনি আপনার ভিসা না পান তাহলে আপনি আপনার সবচেয়ে কাছের শাখায় গিয়ে আপনার ভিসার কথা তাদেরকে বলবেন যে আপনার ভিসায় সমস্যা হয়েছে তারা আপনার ভিসার সমস্যা ঠিক করে দিবে।আপনার ভিসার সমস্যা সমাধান হয়ে গেলে আপনি পূর্বের নিয়ম ফলো করে আপনার ডুবাই ভিসা চেক করতে পারবেন।
ডুবাই ভিসা নিয়ে আমাদের শেষ কথা
এখন অফলাইনের থেকে অনলাইনে ডুবাই ভিসা চেক করা অনেক সহজ ও অনেক পরিশ্রম থেকে বেচে থাকা যায়। তাই উপরের বিষয় গুলো ফলো করে সহজেই অনলাইনে ভিসা চেক করে ফেলতে পারেন।
পাশাপাশি আমাদের এই আর্টিকেল নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আপনি আমাদের আর্টিকেলে কমেন্ট করে জানাতে পারেন। তারসাথে আপনি এই আর্টিকেল টি আপনার বন্ধু ও পরিবারের সদস্য দের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও অনলাইনে ডুবাই ভিসা চেক করতে পারে।