নগদ একাউন্ট দেখার নিয়ম (Nagad Account Dekhar Niom) যদি আপনি জানতে চান তাহলে ” নগদ একাউন্ট দেখার নিয়ম (Nagad Account Dekhar Niom)” আমাদের এই আর্টিকেল টি আপনার জন্য। কেননা আমরা এই আর্টিকেলে আলোচনা করেছি নগদ একাউন্ট দেখার নিয়ম (Nagad Account Dekhar Niom) নিয়ে একদম বিস্তারিত। এই আর্টিকেলে আপনি বোনাস হিসেবে জানতে পারবেন নগদ কল সেন্টার নাম্বার সম্পর্কে। তাছাড়াও আমি জানি এই আর্টিকেলটি পাঠকারীদের মধ্যে অনেকেই নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চায়। তাদের জন্য এই আর্টিকেলে থাকবে নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় নগদ ব্যবহারকারী পাঠক, কেমন আছেন? আশা করি আপনি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ একাউন্ট দেখার নিয়ম? নগদ একাউন্ট দেখার যতগুলো নিয়ম রয়েছে আপনি সবগুলো নিয়ম আমাদের আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন।নগদ একাউন্ট দেখার নিয়ম এর পাশাপাশি আপনি বোনাস হিসেবে জানতে পারবেন নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত। পাশাপাশি নগদ কল সেন্টার নাম্বার আপনি যদি জানতে চান সেটা জানতে পারবেন আমাদের এই আর্টিকেলে।
নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য
আপনারা যেহেতু অনেকেই নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে চলুন শুরু করা যাক নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য বলতে বুঝায় নগদ একাউন্ট কি বা নগদ কি? আমাদের কিভাবে সাহায্য করে? নগদ আমরা কোন কোন মাধ্যমে ব্যবহার করতে পারি? নগদ ব্যবহার করলে আমাদের সুবিধা সমূহ কি ইত্যাদি। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম জানবো।
নগদ কি / নগদ একাউন্ট কি?
নগদ বা নগদ একাউন্ট হলো একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। আপনি যার মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহন করতে পারবেন। পাশাপাশি নগদ বাংলাদেশ ডাক বিভাগ দ্বারা পরিচালিত একটি সংস্থা।আর এখন প্রায় সকল মানুষই বাংলাদেশ ডাক বিভাগ দ্বারা পরিচালিত নগদ ব্যবহার করে থাকে। নগদ কি / নগদ একাউন্ট কি? আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন।
• আরও পড়ুন – ১০০ টি ফেসবুক আইডির নাম | Facebook Id Name
নগদ ব্যবহার করলে আমাদের সুবিধা সমূহ কি?
তাহলে এখন একটু জানা যাক নগদ ব্যবহার করলে আমাদের সুবিধা সমূহ কি বা নগদ ব্যবহার করলে আমরা কি ধরনের সুবিধা পাবো। নগদ যে আমাদের কিভাবে এবং কতোখানি সাহায্য সহায়তা ও সহযোগিতা করো এটা বলতে গেলে আলাদা একটা আর্টিকেল হয়ে যাবে। তারপরও আপনাদের সাথে নগদ এর কিছু সুযোগ-সুবিধা শেয়ার করা যাক। আপনি চাইলে নগদ ব্যবহার করে বিদ্যুৎ বিল দিতে পারবেন। অথবা অনলাইনে নগদ সাপোর্ট করে এরকম যেকোনো জায়গাতে আপনি টাকা পরিশোধ করতে পারবেন নগদ ব্যবহার করে। পাশাপাশি আপনি নগদ ব্যবহার করে আপনার সিমে বা অন্য যে কারো সিমে ফ্লেক্সিলোড করতে পারবেন। পাশাপাশি আপনি অন্য যেকোনো নগদ একাউন্ট ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন নগদ ব্যবহার করে যেকোনো সময়ে। পাশাপাশি আপনার নগদ একাউন্ট থেকে যেকোনো সময় ক্যাশ আউট করতে পারবেন ইত্যাদি আরো অনেক সুবিধা রয়েছে নগদ একাউন্ট এর।
নগদ একাউন্ট কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
• নগদ একাউন্ট কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার জন্য প্রথমে আপনি আপনার স্মার্ট ফোন অথবা ফিচার ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল করবেন৷ *167# এটা লিখে। ডায়াল করার পর আপনি নিচের স্ক্রীনশট এর মতো একটি মেনু দেখতে পাবেন।
• এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন গুলোর মধ্য থেকে 7 নাম্বার অপশনটি সিলেক্ট করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করবেন। নাম্বার অপশন টি হলো My Nagad
• এবারও আপনি আবারো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন এক নম্বর অপশনটা। এক নাম্বার লিখে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন।এক নম্বর অপশন টি হলো Balance Enquiry
• এক নাম্বার অপশনটিতে ক্লিক করে আপনি নিচের ছবিটির মতো দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার দিতে হবে।
• নগদ একাউন্টের পিন দেওয়ার পর আপনি নিচের মতো একটি ছবি দেখতে পারবেন। অর্থাৎ এখানে আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পাবেন। আপনার নগদ একাউন্টে কতো টাকা আছে সেটা আপনি দেখতে পাবেন।
নগদ এর অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
এবার আমি আপনাকে নগদ একাউন্ট দেখার আরো সহজ একটি উপায় বলবো সেটা হল নগদ এর অফিশিয়াল অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম। আপনি চাইলে পূর্বের নিয়মের থেকে এই নিয়মটি ফলো করে নগদ একাউন্ট দেখতে পারেন। এটা আগের থেকে অনেক সহজ এবং অনেক কম সময় নগদ একাউন্ট দেখতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে নগদ এর অফিশিয়াল অ্যাপস। নগদ অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি গুগলের প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন নগদ (Nagad) লিখে তাহলে আপনি সবার প্রথমে নগদ এর অফিশিয়াল অ্যাপস পেয়ে যাবেন। আপনি সেখান থেকে খুব সহজেই নগদ এর অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করে নিবেন।
• নগদ অ্যাপস টি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে আপনি প্রথমে আপনার নগদ একাউন্টের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি দিয়ে কনফার্ম করবেন। তারপর আপনি একাউন্টে হোম পেইজ দেখতে পাবেন। এখানে আপনি ব্যালেন্স জানতে ট্যাপ করুন অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ কল সেন্টার নাম্বার
নগদ কল সেন্টার নাম্বার আপনার জানা অনেক জরুরী আপনি যদি নগদ একাউন্ট ব্যবহার করে থাকেন। কেননা,প্রতিনিয়তই নগদ অ্যাপসে বিভিন্ন আপডেট আসে কিংবা নগদ তাদের প্রাইভেসি পরিবর্তন করে। যেই বিষয়গুলো সম্পর্কে কোনো জায়গায় সঠিক কোনো তথ্য থাকে না। আপনি চাইলে তখন নগদ কল সেন্টার নাম্বার কল দিয়ে আপনার সকল সমস্যার সমাধান করে নিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি যেই সিম ব্যবহার করে নগদ কল সেন্টার নাম্বারে যোগাযোগ করবেন সেই সিমে জেনো টাকা থাকে। “096 096 16167” এটাই হলো নগদ কল সেন্টার নাম্বার।
নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে সর্বশেষ কথা
এই আর্টিকেলে উল্লেখ করা সকল নিয়ম গুলো আপনি ফলো করে নগদ একাউন্ট খুব সহজে দেখতে পারবেন। আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারে।
আমি আশা করি এই আর্টিকেলে আপনারা নগদ একাউন্ট দেখার নিয়ম, Nagad Account Dekhar Niom, নগদ একাউন্ট কোড,নগদ কল সেন্টার নাম্বার,নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। নগদ একাউন্ট সম্পর্কে এইরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।