বিকাশ একাউন্ট খোলার নিয়ম, Create Bkash Account: বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানতে যারা ইচ্ছুক তাদের জন্য এই আর্টিকেলটি।এই আর্টিকেলে সহজে ভাষায় বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন।তাছাড়াও ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানার পাশাপাশি কিভাবে অফলাইনে বিকাশ একাউন্ট তৈরি করতে হয় সেটাও জানতে পারবেন।আবার অনেকের প্রয়োজনীয় তথ্য থাকে না। তাই বোনাস হিসেবে জানতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।এই লেখাটি মূলত মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে।অনেকেই হয়তো বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২১ সম্পর্কে জানেন কিন্তু বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২ না জানার কারণে আপনারা বিকাশ একাউন্ট খুলতে পারছেন না। এই সকল সমস্যার সমাধান পাবেন এই আর্টিকেলে।
একটা সময় ছিলো যখন এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো ছিলো স্বপ্নের মতো একটা বিষয়। পাশাপাশি তখন টাকা পাঠাতে বা গ্রহণ করতে আমাদের যেই হয়রানির শিকার হতাম যা বলাই বাহুল্য। কিন্তু এই সমস্যার সকল সমাধান নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বিকাশ। আমরা এখন মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারি বা টাকা গ্রহণ করতে পারি বিকাশ ব্যবহার করার মাধ্যমে। বিকাশ আমাদের জীবনকে অতি সহজ ও সহজতর করে তুলেছে।তাহলে চলুন এখন দেখা যাক বিকাশ একাউন্ট খোলার নিয়ম (Create Bkash Account)
• আরও পড়ুন-> সোনার দাম আজ কত ২০২২ বাংলাদেশ।Today Gold Price In Bangladesh
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২
মানুষের চাহিদা পূরন করার মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে বিকাশ। গ্রাহকদের চাহিদার শীর্ষে থাকবেই না কেনো?অতি দ্রুত সময় সকল ট্রানজেকশন সম্পূর্ণ করে থাকে বিকাশ। পাশাপাশি অন্যান্য ফিনানশিয়াল সার্ভিস থেকে বিকাশ বেশি সিকিউরড ও ট্রাস্টেড।যার ফলে এখন সবাইই বিকাশ একাউন্ট খুলতে চায় বা বিকাশ ব্যবহার করতে চায় বা বিকাশ এর সার্ভিস গ্রহণ করতে চায়। বিকাশ এর সার্ভিস গ্রহণ করতে হলে আগে তো আমাদের একটি বিকাশ একাউন্ট তৈরি করার প্রয়োজন হবে।তাহলে চলুন আপনাদের সাথে নিয়েই একটি বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি বিকাশ একাউন্ট তৈরি করা যাক।
বিকাশ একাউন্ট খুলার জন্য দুইটি উপায় রয়েছে
বিকাশ একাউন্ট খুলার জন্য দুইটি উপায় এর মধ্যে একটি হলো বিকাশ এর এপ্স ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলা।বিকাশ একাউন্ট খোলার দ্বিতীয় উপায়টি হলো বিকাশ এর এজেন্টদের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা।আমি আপনাদের দুইটি উপায় সম্পর্কেই বিস্তারিত বলবো। তবে প্রথমেই জানা যাক কিভাবে বিকাশ এর এপ্স ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলা যায়।
অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে বিকাশ এপ্স এর। এখন তাহলে প্রশ্ন করতে পারেন কিভাবে বিকাশ এপ্স ডাউনলোড করবো?বিকাশ এপ্স ডাউনলোড করার জন্য আপনি আপনার হাতের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপর গুগল প্লে স্টোর এর সার্চ বক্সে Bkash লিখে সার্চ করবেন।তারপর আপনি প্রথম যেই এপ্সটি দেখটি দেখতে পাবেন সেটি ডাউনলোড করে ফেলবেন।
• আরও পড়ুন-> ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম | Voter Id Card Correction Online
• বিকাশ একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১-> আপনি বিকাশ এপ্সটি ওপেন করবেন। ওপেন করলেই দুইটি অপশন দেখতে পাবেন। একটি হলো Login আরেকটি হলো Registration New Account. আপনি Registration New Account এর উপর ক্লিক করবেন। তারপর আপনি যেই নাম্বারে বিকাশ খুলবেন সেই নাম্বার টা দিয়ে দিবেন। তারপর আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ভাষা নির্বাচন করতে হবে। তারপর Terms and Condition গুলো পড়বেন এবং Agree বাটনে ক্লিক করবেন।
• বিকাশ একাউন্ট খোলার নিয়ম স্টেপ ২-> এবার আপনাকে আপনার ভোটার আইডি কার্ড এর দুই সাইডের দুটি ছবি তুলতে হবে। তারপর আপনাকে সেলফি তোলার মতো করে ছবি তুলতে হবে। বিকাশ কোম্পানি অটোমেটিক আপনার চেহারাকে ডিটেক্ট করে নিবে।
• বিকাশ একাউন্ট খোলার নিয়ম স্টেপ ৩-> আপনার ইতিমধ্যেই বিকাশ একাউন্ট অর্ধেক তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিন সেট-আপ করতে হবে। পিন সেট-আপ করার জন্য আপনি ডয়াল করবেন *২৪৭#। তারপর আপনি এক্টিভেট পিন নামক একটি অপশন পাবেন আপনি সেটাতে যাবেন।তারপর আপনাকে পাঁচ(৫) সংখ্যার একটি পিন দিতে হবে। তাহলেই আপনার বিকাশ একাউন্ট তৈরি হয়ে যাবে।
আরও পড়ুন-> পাসপোর্ট সংশোধন করার নিয়ম | Passport Correction Online
এজেন্টদের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা
এজেন্টদের মাধ্যমে বিকাশ একাউন্ট তৈরি করার জন্য আপনাকে খোঁজ নিতে হবে আপনার নিকটে বিকাশের কাস্টমার কেয়ার কোথায় রয়েছে। খোঁজ নেওয়া হয়ে গেছে আমি এবার কাস্টমার কেয়ারে বলে যাবেন। কাস্টমার কেয়ারে যাওয়ার সময় আপনার বেশকিছু কাগজপত্র লাগবে।প্রথমত আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে।তারপর আপনি যেই নাম্বারে বিকাশ একাউন্ট তৈরি করতে চান সেই নাম্বারটি লাগবে। পরিশেষে আপনার প্রয়োজন হবে দুই কপি ছবি।এই সকল কাগজ নিয়ে কাস্টমার কেয়ারে গেলেই আপনার বিকাশ একাউন্ট তৈরি করে দিবে বিকাশ এজেন্ট রা।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে সর্বশেষ কথা
বিকাশ একাউন্ট খোলার নিয়ম(Create Bkash Account) গুলো সম্পর্কে জানতে পেরেছেন আশা করি।আর আমি বিশ্বাস করি আপনি এতোক্ষনে বিকাশ একাউন্ট খুলে ফেলেছেন বা কিছু সময় পরই খুলবেন। তো আপনি নতুন বিকাশ বা বিকাশ এর এক্স ব্যবহার করে কিরকম ফিল করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি বলতে চাই এই আর্টিকেল টি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকটতম মানুষের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।