গুগল প্লে স্টোর একাউন্ট খোলার নিয়ম(Opening A Google Play Store Account) নিয়ে বিস্তারিত তথ্য পাবেন এই আর্টিকেলে। তাছাড়া বোনাস হিসেবে জানতে পারবেন প্লে স্টোর থেকে আয় করার নিয়ম।গুগল প্লে স্টোর কি থেকে শুরু করে Google Play Store অ্যাপস ডাউনলোড নিয়ে জানতে পাবেন।পাশাপাশি গুগল প্লে স্টোর সমস্যা নিয়ে বেশ কিছু আপডেট পাবেন।
আমার বিশ্বাস আমাদের এই আর্টিকেলটি আপনি হয়তো বাংলাদেশ ও ভারতের পাঠকেরা পড়ছেন।আর এই রিজিওনের মানুষেরা অপারেটিং সিস্টেম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে এন্ড্রয়েড। আর এই কারণেই প্লে স্টোর(Play Store) নামক শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত। পাশাপাশি এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আমরা যদি নিরাপদে কোনো এপ্স ডাউনলোড করতে চাই তাহলে একমাত্র উপায় হলো প্লে স্টোর।
কিন্তু আপনি যদি প্লে স্টোর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার একটি গুগল প্লে স্টোর একাউন্ট থাকতে হবে। তাহলে চলুন আমরা দেখে নেই গুগল প্লে স্টোর একাউন্ট খোলার নিয়ম কি এবং গুগল প্লে স্টোর কি? পাশাপাশি আপনি কিভাবে গুগল প্লে স্টোর একাউন্ট থেকে কিভাবে আয় বা ইনকাম করতে পারবেন সেটাও বলবো।
গুগল প্লে স্টোর কি?(Google Play Store ki)
প্লে স্টোর এর কিন্তু একটি ইতিহাস রয়েছে। আমরা এখন যেই প্লে স্টোর কে প্লে স্টোর নামে চিনি এটি আগে আরেকটি নামে অনেক বেশি পরিচিত ছিলো।সেই নামটি হলো এন্ড্রয়েড মার্কেট।গুগল প্লে স্টোর পরিচালনা করা হয় আমেরিকা থেকে।গুগল প্লে স্টোর কেই আপনি শতভাগ বিশ্বাস করতে পারেন যেকোনো ধরনের এপ্স ডাউনলোড করার জন্য।
• পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to Bkash
গুগল প্লে স্টোর এপ্স(Google Play Store Apps)
গুগল প্লে স্টোর এমন একটি এন্ড্রয়েড এপস মার্কেট যেখানে আপনি চাইলে ফ্রি এবং পেইড দুইধরনের এপস এর সমারোহ দেখতে পাবেন। আপনি জেনে আরও বিস্মিত হবেন যে সারা বিশ্ব জুরে প্রায় দশ বিলিয়নের মতো মানুষ প্লে স্টোর ব্যবহার করে আসছে।তাই বুঝতেই পারছেন গুগল প্লে স্টোর এর চাহিদা কতো বেশি।
গুগল প্লে স্টোর ডাউনলোড করার উপায়
বর্তমানে আমরা বাজারে যেই সকল স্মার্টফোন দেখতে পাই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে অপারেট করা হয় সেই সকল স্মার্টফোনে গুগল প্লে স্টোর অটোমেটিক ভাবে গুগল প্লে স্টোর ডাউনলোড করা থাকে।আর যদি আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোরে না থাকে তাহলে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন Play Store লিখে। তারপর আপনি Play Store দেখতে পাবেন।তারপর আপনি Play Store ডাউনলোড করে নিবেন।
গুগল প্লে স্টোর একাউন্ট খোলার নিয়ম
আমরা অনেকেই মনে করি গুগল প্লে স্টোর একাউন্ট খোলা অনেক কঠিন একটি বিষয় কিন্তু এটি আসলে সত্যি নয়। গুগল প্লে স্টোর একাউন্ট খোলার জন্য আপনার একটি জিমেইল একাউন্ট বাধ্যতামূলক থাকা লাগাবে।আপনি যখনই জিমেইল একাউন্ট খুলে নিবেন তখন স্বয়ংক্রিয় ভাবে আপনার গুগল প্লে স্টোর একাউন্ট খোলা হয়ে যাবে।
গুগল প্লে স্টোর থেকে আয় করার উপায়
গুগল প্লে স্টোর থেকে আয় করার অন্যতম একটি উপায় হলো এপ্স পাবলিশ করে আয় করা। এখন জিজ্ঞেস করতে পারেন যে আমি তো এপ্স বানাতে পারি না তাহকে আমি কিভাবে গুগল প্লে স্টোর থেকে আয় করতে পারবো না? হ্যা পারবেন।আপনি চাইলে যেকোনো একজন এপস ডেভলপার দিয়ে এপ্স বানিয়ে সেটা প্লে স্টোরে পাবলিশ করতে পারেন।খেয়াল রাখবেন আপনি এমন এপ্স পাবলিশ করবেন যেটা মানুষের উপকারে আসবে এবং যেই এপ্স ব্যবহার করে মানুষ কখনোই আগ্রহ হারাবে না। তবে শুধু এপ্স বানাবো বললেই তো আর এপ্স বানানোর আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
• ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২ | Create YouTube Channel in 2022
এপ্স তৈরি করার আপনার উদ্দেশ্য কি হবে?
আপনি যেহেতু একটি এপ্স পাবলিশ করবেন সেহেতু আপনাকে অবশ্যই আগে একটা উদ্দেশ্য থাকতে হবে। যখনই আপনি আপনার এপ্স বানানোর উদ্দেশ্য খুঁজে পেতে সক্ষম হয়ে যাবেন তখনই আপনি গ্রাহক দের উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী এপ্স তৈরি করবেন।
টার্গেট অডিয়েন্স সেট করা
আপনার এপ্স টি তো আর সর্বজনীন এপ্স না। আপনার এপ্স হয়তো মুসলিম দের টার্গেট করে বানানো অথবা হিন্দুদের টার্গেট করে বানানো অথবা বয়স্কদের টার্গেট করে বানানো বা শিশুদের টার্গেট করে বানানো। তাই আপনার উচিত অবশ্যই টার্গেট অডিয়েন্স সেট করা।
প্রতিযোগীদের ইনফর্মেশন স্টাডি করা
আপনি যেমন প্লে স্টোরে এপ্স পাবলিশ করে আয় করতে চান ঠিক তেমনি আপনার মতো আরও অনেকেই আছে যারা প্লে স্টোরে এপ্স বানিয়ে আয় করতে চায় অথবা ইতিমধ্যেই আয় করা শুরু করেছে।তাই আপনি যদি তাদের থেকে ভালো করতে চান আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে ভালো কিছু প্রোবাইড করতে হবে। আপনি তখনই ভালো কিছু প্রোবাইড করতে পারবেন যখনই আপনি আপনার প্রতিযোগীদের ইনফর্মেশন স্টাডি করবেন প্রোপারলি।
এই কথাগুলো আপনার প্লে স্টোরে এপ্স পাবলিশ করার আগেই জানার প্রয়োজন ছিলো। এখন আপনাকে জানতে হবে আপনি কিভাবে আপনার প্লে স্টোরে পাবলিশ করা এপ্স থেকে ইনকম করতে পারবেন।প্লে স্টোরে পাবলিশ করা এপ্স থেকে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। নিচে সকল উপায় গুলো উপস্থাপন করা হলোঃ-
• অ্যাপস মনিটাইজেশন করে আয় করাঃ
প্লে স্টোরে পাবলিশ করা এপ্স থেকে আয় করার অন্যতম একটি উৎস হলো অ্যাপস মনিটাইজেশন করা। কিন্তু আপনি চাইলেই তো আর অ্যাপস মনিটাইজেশন করতে পারবেন না। অ্যাপস মনিটাইজেশন করতে হলে আপনাকে প্রথম Admob একাউন্ট তৈরি করতে হবে।তারপর এডমোব একাউন্ট এর সাথে আপনার এপ্স কানেক্টে করতে হবে। তারপর আপনার এপ্সে ক্ষতিকর কিছু না থাকলে আপনার এডমোব একাউন্ট এপ্রুভ হয়ে যাবে। তারপর আপনি আপনার এপ্সে বিভিন্ন ধরনের এডস সো করাতে পারবেন।
• পেইড এপ্স পাবলিশ করে আয় করা
আপনি আপনার অ্যাপস এর মাধ্যে এমন বিশেষ কিছু রাখবেন যা কোনো কোনো অ্যাপসে পাওয়া যায় না।পাশাপাশি এটা যেনো মানুষের জন্য হেল্পফুল হয় সেটা খেয়াল রাখবেন। এইরকম কোয়ালিটি সমৃদ্ধ এপ্স বানাতে পারলে আপনি সেটা পেইড ভাবে প্লে স্টোরে পাবলিশ করবেন।তারপর কেউ যখন টাকা দিয়ে কিনে আপনার এপ্স ব্যবহার করবে আপনি তখন কমিশন পাবেন। এইভাবেও আপনি অনেক আয় করতে পারবেন।
• সাবস্ক্রিপশন সুবিধা চালু করার মাধ্যমে আয় করা
আপনি হয়তো লক্ষ করবেন এখন অনেক নাটক বা ছিনেমা টাকা দিয়ে দেখতে হয় আপনি চাইলে সেই সকল নাটক বা ছিনেমার এপস তৈরি করেও ইনকাম করতে পারেন।পাশাপাশি এই সাবস্ক্রিপশন এর সুবিধা ব্যবহার করে অনেকে প্রুচুর আয় করে থাকে। কাজেই আপনিও চাইলে অনুসরণ করতে পারেন।
• স্পনরশিপ এর মাধ্যমে আয় করা
আপনার পাবলিশ করা এপস টি যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে তখন অপনার সাথে মেসেজ দিবে আপনার সাথে কাজ করার জন্য।অর্থাৎ সেই ব্র্যান্ড গুলো আপনাকে টাকা দিবে তার বিনিময়ে তাঁদের নিজস্ব বিজ্ঞাপন আপনার এপস এ দিবে। সবচেয়ে বেশি ইনকাম করা যায় স্পনসরশিপ থেকে।
• অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা অনেক সহজ ও মজার একটি বিষয়। আপনি যেকোনো একটি অনলাইন প্রোডাক্ট এর লিংক আপনার এপস এর মধ্যে দিয়ে দিবেন। এখন কোনো ব্যাক্তি যদি আপনার লিংক এ ক্লিক করে ওই প্রোডাক্ট টা কিনে আপনি কিছু টাকা কমিশন পাবেন। এইটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।তাহলে চলুন এইবার গুগল প্লে ষ্টোর এর কিছু প্রবলেম সম্পর্কে জানা যাক।
গুগল প্লে স্টোর সমস্যা সমাধান
আমরা কোনো এপস ডাউনলোড করার প্রয়োজন হলেই চলে যাই গুগল প্লে ষ্টোরে।কিন্তু গুগল প্লে ষ্টোরে মাঝে মাঝে বেশ কিছু প্রবলেম দেখা দেয়। যার কারণে আমরা অনেক বিরক্তি বোধ করি। তাহলে গুগল প্লে স্টোর এর বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা যাক।
• অটো আপডেট
আমরা অনেক সময় দেখতে পাই আমরা যেই এপস গুলি আপডেট করতে চাই না সেগুলি অটোমেটিক ভাবেই আপডেট হয়ে যায়। যার ফলে আমাদের অনেক mb নষ্ট হয়ে যায়।এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোর এর সেটিং অপশন সেটিং থেকে অটো আপডেট বন্ধ করে দিলেই আপনার প্রবলেম সল্ভ হয়ে যাবে।
• এপ্স লিংক কপি করা
আমাদের অনেক সময়ে আমাদের প্রয়োজন হয় কোনো এপস এর লিংক কাউকে শেয়ার করা। কিন্তু আমরা এপস এর লিংক কপি করার অপশন না জানার কারণে এপস লিংক শেয়ার করতে পারি না।আপনি যেই এপ্স এর লিংক কপি করবেন সেই এপ্স টিতে যাবেন তারপরে ওপর থেকে থ্রী ডট অপশন ক্লিক করবেন তারপরে শেয়ার অপশন টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কপি লিংক এর ওপর ক্লিক করবেন তাহলেই আপনার কাঙ্খিত এপস টির লিংক কপি হয়ে যাবে।
গুগল প্লে স্টোর একাউন্ট খোলার নিয়ম নিয়ে আমাদের শেষ কথা
গুগল প্লে ষ্টোরে আমাদের জীবন অনেক সহজ করে তুলছে।তাই এই আর্টিকেলে আমি আপনাদের গুগল প্লে স্টোর একাউন্ট খোলার নিয়ম(Opening A Google Play Store Account) দেখাইসি। আর্টিকেল টি শেষ প্রযন্ত পড়ার জন্য ধন্যবাদ।