ইমেইল আইডি খোলার নিয়ম Email Id Opening Rules: ইমেইল আইডি খোলার নিয়ম বা ইমেইল আইডি মানে কি অথবা ইমেইল আইডি কিভাবে খুলবো এইসব নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে।অনেকেই কমেন্ট করেন যে ইমেইল আইডি ভুলে গেছি এখন কি করার আছে।পাশাপাশি ইমেইল আইডি পরিবর্তন এবং ফ্রি ইমেইল একাউন্ট (ভিডিও) পাবেন এই আর্টিকেলে।ইমেইল আইডি খোলার নিয়ম বা ইমেইল আইডি মানে কি অথবা ইমেইল আইডি কিভাবে খুলবো এইসব নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে।অনেকেই কমেন্ট করেন যে ইমেইল আইডি ভুলে গেছি এখন কি করার আছে।পাশাপাশি ইমেইল আইডি পরিবর্তন এবং ফ্রি ইমেইল একাউন্ট (ভিডিও) পাবেন এই আর্টিকেলে।
ইমেইল আইডি খোলার নিয়ম
আপনি যদি ইন্টারনেটের দুনিয়াতে নিজের একটি নিজস্ব পরিচয় গড়ে তুলতে চান তাহলে আপনার অবশ্যই একটি ইমেইল আইডি খোলার প্রয়োজন হবে।
আমরা যেই পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীতে এখন তথ্য ও প্রযুক্তির প্রসার খুব দ্রুত ঘটতেছে। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, কর্মক্ষেত্রে সকল জায়গাতেই প্রযুক্তির ছড়াছড়ি। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি এবং যখন রাতে ঘুমাতে যাই এই সময়টুকুতে আমরা প্রযুক্তি ছাড়া একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। তাই বলাই যায়,এই আধুনিক দুনিয়ায় আমাদের টিকে থাকতে হলে নিজেকে প্রযুক্তির সাথে সমৃদ্ধ করতে হবে।
ইমেইল কি(Email ki)?
আমাদের জীবনের প্রতিটি কাজের সাথে আইসিটি এমন ভাবে সংযুক্ত হয়ে গিয়েছে যে আমরা প্রযুক্তি ছাড়া এক সেকেন্ডও ভাবতে পারি না।আমরা যদি আইসিটির সকল সুবিধা উপভোগ করতে চাই তাহলে আমাদের প্রযুক্তি সম্পর্কে জানা ব্যাতীত কোনো উপায় নেই।ধরেন কেউ আপনার কাছে একটা চিঠি পাঠাবে যার কারণে সে আপনার ঠিকানা জানতে চায় এবং আপনি তাকে আপনার ঠিকানা দিয়ে দিলেন এবং সে আপনার ঠিকানায় চিঠি পাঠিয়ে দিলো ও আপনি চিঠি পেয়ে গেলেন। ঠিক এই কাজটাই যখন অনলাইনে কেউ করতে চাইবে তখন আপনার তাকে আর বাসার ঠিকানা দিয়ে লাভ হবে না তখন আপনার তাকে দিতে হবে আপনার ইমেইল আইডি।
ইমেইল এখানে মূলত দুইটি শব্দ। একটি শব্দ হলো “ই”। আরেকটা শব্দ হলো মেইল। ই অর্থ হলো ইলেকট্রনিক আর মেইল অর্থ মেইল ই।সুতরাং আমরা বলতে পারি ইমেইল এর পরিপূর্ণ রূপ হলো ইলেকট্রনিক মেইল।পাশাপাশি অনলাইনে আমাদের প্রতিটি কাজ করতেই প্রয়োজন হয় একটি ইমেইল এর। তাই বলাই যায় ইমেইল এর গুরুত্ব আমাদের জীবনে ব্যাপক।তাছাড়াও আপনি যদি ইউটিউবের কোনো একটা ভিডিওতে কমেন্টও করতে চান তাহলেও আপনার একটি মেইল আইডি লাগবে।তাহলে চলুন জেনে নেওয়া যাক ইমেইল আইডি খোলার নিময়।
• রকেট একাউন্ট খোলার নিয়ম।Rocket Account Rules Code
ইমেইল আইডি খোলার নিময়
ইমেইল আইডি খোলার বিভিন্ন নিয়ম থাকলেও সবচেয়ে জনপ্রিয় দুইটি নিয়ম হলো একটি মোবাইলের মাধ্যমে ইমেইল আইডি খোলা আরেকটা বা দ্বিতীয়টি হলো কম্পিউটার এর মাধ্যমে ইমেইল আইডি খোলা।আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই এই আর্টিকেলে ইমেইল আইডি খোলার দুইটি নিময়ই আপনাদের দেখাবো।যেহেতু অধিকাংশ পাঠকই মোবাইল থেকে ইমেইল আইডি খোলার নিময় আর্টিকেল টি পড়ছেন তাই আগেই জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময়।
মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময়
আপনি চাইলে অতি অল্প সময়ের মধ্যে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইমেইল আইডি খুলতে পারবেন। আর এটা সম্পূর্ণ ফ্রী।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ১-> আপনি আপনার স্মার্টফোনের জিমেইল অপশনে চলে যাবেন। তারপর সেখানে থেকে এড একাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি Google সিলেক্ট করবেন।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ২-> Google সিলেক্ট করার পর আপনি নিচের ছবিটির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি নিচে থেকে Create Account অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দুইটি অপশন পাবেন একটি হলো For Myself আরেকটি হলো To manage my business. আপনি যদি আপনার নিজের জন্য ইমেইল আইডি খুলতে চান তাহলে আপনি For Myself সিলেক্ট করবেন।আর যদি আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে চান তাহলে To manage my business অপশনটা সিলেক্ট করবেন।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ৩-> তারপর আপনি নেক্সট / Next বাটনে ক্লিক করবেন। তারপর আপনি দুইটি অপশন পাবেন। প্রথম অপশনটি হলো First Name এবং দ্বিতীয় অপশনটি হলো Last Name. First Name এর জায়গায় আপনি আপনার প্রথম নাম দিয়ে দিবেন। Last Name এর জায়গায় আপনি আপনার নামের শেষ অংশ দিয়ে নেক্সট/Next বাটনে ক্লিক করবেন।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ৪-> তারপর আপনি জন্ম তারিখ,মাস এবং বছর দেওয়ার অপশন পাবেন। পাশাপাশি আপনি আপনার লিঙ্গ বা জেন্ডার নির্ধারণ করারও অপশন পাবেন। আপনি এইসকল তথ্য সঠিকভাবে পূরণ করে নেক্সট / Next বাটনে ক্লিক করবেন।বিস্তারিত বুঝার জন্য নিচের ছবিটি দেখুন।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ৫-> তারপর আপনাকে ইউজার নেইম দিতে হবে। অবশ্যই আবার ইউজার নেইমটি যেনো ইউনিক হয়।যেমন আমি ইউজার নেইম হিসেবে ব্যবহার করেছি demomuntaha।তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন।
• মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিময় স্টেপ ৬-> তারপর আপনার কাছে একটি ভেরিফিকেশন চাওয়া হবে। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে একটি কোড আসবে আপনি কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি I Agree বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেইল আইডি খোলা হয়ে যাবে।
কম্পিউটার এর মাধ্যমে ইমেইল আইডি খোলার নিময়
কম্পিউটার এর মাধ্যমে ইমেইল আইডি খোলা আসলেই অনেক সহজ। আপনি প্রথমে যেকোনো একটা ব্রাউজার খুলে ফেলুন। তারপর এড্রেসবারে টাইপ করুন https://accounts.google.com/। তারপর আপনি একটু নিচে তাকালে দেখবেন একাউন্ট তৈরি করুন বা Create New Account অপশনে ক্লিক করবেন। তারপর সকল নিয়মই হলো মোবাইল এর মতো।আপনি উপরের নিয়মগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করলেই সফলভাবে কম্পিউটার এর মাধ্যমে ইমেইল আইডি খোলতে পারবেন।
• বিকাশ একাউন্ট খোলার নিয়ম।Create Bkash Account
ফেসবুকের ইমেইল আইডি খোলার নিয়ম
ফেসবুকের কথা বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ ফেসবুক সম্পর্কে আমরা বেশ ভালোই জানি।অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই আমাদের ফেসবুক আইডিতে নানাবিধ সমস্যা দেখা যায়। আর সেই সময় যদি যেই নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি করেছেন সেটা না থাকে তাহলে ফেসবুক একাউন্টটি হারাতে হয়।এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা চাইলে আমাদের ফেসবুকে আমাদের তৈরি করা ইমেইল আইডি টি সেট করে রাখতে পারি।
ইমেইল আইডি এর প্রধান সুবিধা
সত্যিকার অর্থে ইমেইল আইডির গুরুত্ব লিখে শেষ করা অনেক কঠিন। তারপরও কিছু প্রধান প্রধান সুবিধা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবো।
• সিকিউরিটি বা নিরাপত্তাঃ- ইমেইল আপনাকে দিচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা। আপনি যদি সামান্য কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনার সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেইফ থাকবে।
• মূল্যহীনতাঃ- এতো সুন্দর একটি সার্ভিস আপনি উপভোগ করতে পারছেন সম্পূর্ণ ফ্রীতে।পাশাপাশি আপনি ইমেইল এর মাধ্যমে বিভিন্ন মিটিং ও জয়েন করতে পারবেন।
• মার্কেটিংঃ- অনলাইন মার্কেটিং এ ইমেইল ব্যাপক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।ইমেইল মার্কেটিং এর মাধ্যমে মানুষজন তাদের ব্যবসায়কে নিয়ে যেতে পারছে উন্নতির শিখরে।
• ইমেইল এর মাধ্যমে আপনি নিকটবর্তী মানুষ ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে ইমেইল ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি যেকোনো কাগজপত্র যেকোনো ডকুমেন্টস শেয়ার করতে পারবেন।
ইমেইল আইডি নিয়ে শেষ কথা
বর্তমানে আমরা এমন এক পর্যায়ে এসে দাড়িয়েছি যেখানে প্রায় প্রতিটি কাজই অনলাইন ভিত্তিক হয়ে দাড়িয়েছে।তাই আমাদের সবারই একটি ইমেইল আইডি থাকা উচিত। আমি আশাবাদী ইমেইল আইডি খোলার নিয়ম তথা এই আর্টিকেল টি পড়ার মাধ্যমে খুব সহজেই ইমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। এইরকম আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে আবারও ভিজিট করবেন।ধন্যবাদ।