পেপাল একাউন্ট খোলার নিয়ম(paypal account create in Bangladesh) আপনাদের দেখবো এই আর্টিকেলে।শুধু পেপাল একাউন্ট খুললেই তো আর হবে না আপনাকে জানতে হবে পেপাল একাউন্ট কি, পেপাল ব্যবহারের নিয়ম এবং পেপাল বিজনেস একাউন্ট কি ইত্যাদি বিষয়াবলি।
পৃথিবী এখন দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। এখন মানুষ আর বাহিরে যায় না শপিং করতে বা কোনো কিছু ক্রয় করতে।ইন্টারনেটের অভাবনীয় উন্নতির ফলে মানুষ এখন ঘরে বসেই ক্রয় করতে সক্ষম হচ্ছে তার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস। কিন্তু শুধু অনলাইনেই কেনাকাটা করলেই তো হবে না।অনলাইনে কেনাকাটার tপাশাপাশি আমাদের তো পেমেন্ট ও করতে হবে ।আর এইসকল ক্ষেত্রে মানুষজন এখন পেপালকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে।
কিন্তু এখন মূল প্রশ্ন হলো বাংলাদেশে কি পেপাল ব্যবহার করা যাবে। অথবা আমরা কিভাবে বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট তৈরি করবো ও কিভাবে পেপাল একাউন্ট ব্যবহার করবো অথবা পেপাল বিজনেস একাউন্ট কি এইসকল প্রশ্নের উত্তর চলুন এক এক করে জানা যাক।
পেপাল কি ( Paypal ki)?
তাহলেও চলুন শুরুতে জানা যাক পেপাল কি বা পেপাল একাউন্ট কি। পেপাল কি বা পেপাল একাউন্ট কি এটা জানার জন্য আমি একটি উদাহরণ দিতে চাই। আশা করি সেই উদাহরণ টাতেই আপনি বুঝে যাবেন পেপাল কি বা পেপাল একাউন্ট কি।আমরা বিকাশ কে উদাহরণ হিসেবে ধরতে পারি।আমরা বিকাশ দিয়ে যেমন ধরুন আমরা বিকাশ দিয়ে যেমন টাকা পাঠাতে পারি বা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারি ঠিক তেমনি আমরা পেপাল দিয়ে এক জায়গা হতে অন্য জায়গায় টাকা পাঠাতে পারবো ও বিভিন্ন পেমেন্ট করতে পারবো।তবে পার্থক্য শুধু একটাই সেটা হলো বিকাশ যেমন আমরা শুধু দেশের মধ্যে ব্যবহার করতে পারি তার বিপরীতে আমরা পেপাল সারা বিশ্বব্যাপী ব্যবহার করতে পারি।
পেপাল কি বাংলাদেশে বৈধ বা পেপাল কি বাংলাদেশে ব্যবহার করা যাবে?
এতো সুন্দর একটি টাকা আদানপ্রদান করার সিস্টেম বাংলাদেশে এখন অফিসিয়াল ভাবে চালু করা হয়নি।তবে আপনার মন খারাপের কিছুই নেই বাংলাদেশ সরকার তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে পেপাল আনার জন্য। এর কারণে বাংলাদেশ থেকে পেপাল এর ব্যক্তিগত বা পারসোনাল একাউন্ট খোলা যায় না। তবে আপনি চাইলেই খুব সহজে বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট বিজনেস একাউন্ট তৈরি করতে পারবেন।
পেপাল একাউন্ট খোলার নিয়ম ২০২২
পেপাল একাউন্ট নিয়ে আমাদের মনে বিভিন্ন গুজব ছড়িয়ে রয়েছে যেগুলো আগে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। যেমন অনেকেই সাজেস্ট করে ভিপিন এর সাহায্য নিয়ে পেপাল এর পারসোনাল একাউন্ট তৈরি করার জন্য। আপনি এই উপায়ে ঠিকই পেপাল পারসোনাল একাউন্ট তৈরি করতে পারবেন। তবে আপনি ব্যবহার করতে পারবেন না।
তাহলে এখন প্রশ্ন জাগতে পারে কেনো ব্যবহার করতে পারবো না?দেখুন পেপাল এর এলগরিদম আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি উন্নত ও অনেক বেশি এডভান্স। আমরা যখনই বাংলাদেশ থেকে অবৈধ কোনো উপায় অনুসরণ করে পেপাল পারসোনাল একাউন্ট তৈরি করি তখন পেপাল থেকে আপনার একাউন্ট টি লক করে দিবে বা ব্লক করে দিবে।তাই আপনাকে অনুরোধ করবো কোনো অবৈধ উপায় অনুসরণ না করার জন্য। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক পেপাল একাউন্ট খোলার নিয়ম।
পেপাল একাউন্ট খোলার নিয়ম
• ধাপ ১ঃ- প্রথমে চলে যান https://www.paypal.com/ এই ওয়েবসাইটে।এটা হলো পেপাল এর নিজস্ব ওয়েবসাইট। তারপর আপনি Sign Up বাটনে ক্লিক করবেন।
• ধাপ ২ঃ- তারপর আপনি দুইটি অপশন পাবেন। একটি হলো Personal Account আরেকটি হলো Business Account। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ থেকে পারসোনাল একাউন্ট তৈরি করা যায় না তাই আপনি Business Account এ ক্লিক করবেন।
• ধাপ ৩ঃ- তারপর আপনি আপনার অথেনটিক ফাস্ট নেইম এবং অথেনটিক লাস্ট নেইম দিবেন।তারপর আপনি আপনার ইমেইল দিবেন শেষে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে Agree and Create Account বাটনে ক্লিক করবেন।
• ধাপ ৪ঃ- এরপর আপনাকে রিডাইরেক্ট করে পেপাল এর লগইন ইন্টারফেসে নিয়ে আসা হবে।আপনার আপনি প্রথমে আপনার ইমেইল দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। তাইলে আপনি আপনার পেপাল একাউন্ট এর সকল এক্সেস পেয়ে যাবেন।
কিভাবে পেপাল থেকে টাকা উঠাবো
পেপাল থেকে টাকা উপানোর জন্য আপনি বিভিন্ন অপশন পাবেন।আপনি যখন পেপাল একাউন্ট এর ড্যাশবোর্ডে যাবেন তখন আপনি আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করার জন্য অপশন পাবেন। আপনি সেখানে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত দিবেন।তারপর আপনার পেপাল একাউন্টে থাকা ডলার আপনি আপনার ব্যাংক একাউন্টেস সহজে উইথড্র দিতে পারবেন।
কিভাবে পেপাল থেকে টাকা বিকাশে বা নগদে কিভাবে আনবো
পেপাল থেকে আপনি সরাসরি টাকা বিকাশ বা নগদে আনতে পারবেন না।তাহলে কিভাবে আপনি পেপাল থেকে টাকা বিকাশ বা নগদে আনবেন। এমন অনেক ওয়েবসাইট রয়েছে যারা পেপাল ডলার কিনে রাখে।আপনি তাদের কাছে আপনার পেপাল একাউন্ট এর ডলার গুলো বিক্রি করবেন। আর সেই বিক্রির টাকা তারা আপনাকে বিকাশ বা নগদে দিয়ে দিবে আপনার সুবিধা অনুয়ায়ী।
শেষ কথা
আমরা সবাই তো পেপাল এ ডলার আয় করে থাকি।তবে সেই ডলার বিক্রি করার সময় সাবধান থাকতে হবে।কেননা এখন অনেক প্রচারক চক্র তারা ফেইক ওয়েবসাইট বানিয়ে মানুষের সাথে প্রতারণা করছে।তাই আপনি যেই ওয়েবসাইটে ডলার বিক্রি করতে চান সেই ওয়েবসাইট সম্পর্কে আগে ভালো করে বিস্তারিত থেকে অনুসন্ধান করে নিবেন।
আর এই আর্টিকেল টি দেখে দেখে আপনারা অতি সহজেই পেপাল একাউন্ট খোলতে পারবেন। পেপাল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ।