রকেট একাউন্ট খোলার নিয়ম Rocket Account Rules Code: ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম তথা রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ যদি জানতে চান তাহলে এই আর্টিকেল টি শুধুমাত্র আপনারই জন্য। এই আর্টিকেলে রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রকেট একাউন্ট আপডেট জানতে পারবেন।
কথায় আছে বর্তমান সময় হচ্ছে তথ্য এবং প্রযুক্তির যুগ।আর এই তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলো আমাদের জীবনে আশীর্বাদ সরূপ হয়ে দাড়িয়েছে।কেননা এই মোবাইল ব্যাংকির এর সুবিধার কারণে এখন আমরা ঘরে বসেই আমাদের বিদ্যুৎ বিল সহ আরও বিল পরিশোধ করতে পারি।যার ফলে আমাদের সময় অনেক সাশ্রয় হচ্ছে।
এই মোবাইল ব্যাংকিং সিস্টেমে প্রচলিত আর্থিক লেনদেনের মাধ্যম গুলোর মধ্যে রকেট অন্যতম।তাই রকেট নিয়ে তৈরি হয়েছে আমাদের মনে নানাবিধ প্রশ্ন। তাই আমরা এই আর্টিকেলটি নিয়ে এসেছি আপনাদের জন্য ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর একটি সার্ভিস রকেট নিয়ে বিস্তারিত তথ্য।
রকেট বহুল জনপ্রিয় হলেও আমরা অনেকেই জানি না রকেট একাউন্ট খোলার নিয়ম।আবার অনেকে হয়তো রকেট একাউন্ট এর নাম শুনে এই আর্টিকেলটি পড়ছেন। তাদের কথা চিন্তা করে এই আর্টিকেলে রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে প্রদান করবো।চলুন তাহলে শুরু করা যাক।
রকেট একাউন্ট কোড (Rocket code) | রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেম আমাদের দেশে অনেক ভালো কাজ করছে।পাশাপাশি অনেক অল্প সময়ের মধ্যেই মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে। এর কারণ হিসেবে আমি মনে করি আপনি যখন রকেট একাউন্ট খুলবেন তখন সাথে সাথে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সুযোগ সুবিধা হলো আপনি যখন রকেট একাউন্ট খুলবেন সাথে সাথেই . ২৫ টাকা ফ্রীতেই পেয়ে যাবেন।
• বিকাশ একাউন্ট খোলার নিয়ম।Create Bkash Account
এতো সুযোগ সুবিধা জানা সত্ত্বেও অনেকেই এখনো রকেট একাউন্ট খোলার নিয়ম জানে না।কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মোবাইল দিয়েই রকেট একাউন্ট তৈরি করা যায়। রকেট একাউন্ট খোলার তিনটি উপায় রয়েছে। রকেট একাউন্ট খোলার তিনটি নিয়ম যথাক্রমেঃ-
১) রকেট একাউন্ট কোড ব্যবহার করে।
২) রকেট এপ্স ব্যবহার করে।
৩) রকেট এর নিজস্ব কাস্টমার কেয়ার থেকে।
রকেট একাউন্ট কোড ব্যবহার করে রকেট একাউন্ট খোলার নিয়ম
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ১-> রকেট একাউন্ট খোলার জন্য শুরুতেই আপনি আপনার হাতে থাকা মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *৩২২#।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ২-> ডায়াল করা সম্পূর্ণ করেছেন তাহলে এইবার মোবাইল এর ডিসপ্লে তে রিপ্লাই করার জন্য ১ ক্লিক করে রিপ্লাই করুন।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৩-> রিপ্লাই করার পর আপনার সামনে একটি খালি বক্স উন্মোচিত করানো হবে।হ্যা,ঠিক ধরেছেন এই খালি ঘরে আপনাকে একটি চার ডিজিট বা চার সংখ্যার একটি পিনা বা পাসওয়ার্ড দিতে হবে।আপনি আপনার রকেট একাউন্ট এর নিরাপত্তার জন্য এই পিনা বা পাসওয়ার্ড গোপন রাখবেন।অর্থাৎ কারো সাথে শেয়ার করবেন না।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৪-> পিনা বা পাসওয়ার্ড দেওয়ার পর আপনার রকেট একাউন্ট অটোমেটিক ভাবে প্রি-রেজিসট্রেশন হয়ে যাবে।আপনার রকেট একাউন্ট পরিপূর্ণ ভাবে খোলা হয়েছে কিনা সেটস আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার উক্ত সিমে এসএমএস করার মাধ্যমে।
• সোনার দাম আজ কত ২০২২ বাংলাদেশ।Today Gold Price In Bangladesh
রকেট এপ্স ব্যবহার করে রকেট একাউন্ট খোলার নিয়ম
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ১-> যেহেতু আমরা রকেট এপ্স ব্যবহার করে রকেট একাউন্ট খুলবো সেহেতু আমাদের অবশ্যই রকেট এপ্সটি ডাউনলোড করতে হবে। আপনি যদি এন্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে রকেট এপ্স ডাউনলোড করতে পারবেন।আর যদি আপনি আইওএস ব্যবহার করে থাকেন তাহলে আপনি এপ স্টোর থেকে রকেট এপ্স ডাউনলোড করতে পারবেন।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ২-> রকেট এপ্স ডাউনলোড করে ফেলেছেন তো এবার ওপেন করে ফেলুন। ওপেন করার পর আপনি যদি রকেট এপ্স বাংলা ভাষাতে ব্যবহার করতে চান তাহলে ভাষা বাংলা সিলেক্ট করবেন। আর আপনি যদি রকেট এপ্স ইংরেজি ভাষাতে ব্যবহার করতে চান তাহলে ভাষা ইংরেজি সিলেক্ট করবেন।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৩-> এরপর আপনি রকেট এপ্স এর মধ্যে একটি ফাকা জায়গায় নোটিশ করবেন। আপনি সেই ফাকা জায়গায় যেই নাম্বারে রকেট একাউন্ট খুলতে চান সেই নাম্বার টি দিয়ে সেব করবেন। তারপর আপনাকে রকেট থেকে ফোন করা হইবে এবং আপনাকে একটি চার সংখ্যার পিন সেটআপ করতে হবে।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৪-> তারপর আপনি রকেট একাউন্ট খোলার জন্য যেই সিম ব্যবহার করেছেন সেই সিমে ১৬ সংখ্যার একটি নিরাপত্তা কোড রকেট থেকে পাঠানো হবে মেসেজ এর মাধ্যমে। তারপর সেই সিকিউরিটি কোড বা নিরাপত্তা কোডটি যাচাই করবেন ও পরবর্তী বাটনে ক্লিক করবেন।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৫-> এবার আপনার রকেট একাউন্ট লগইন করার পর আপনার তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার জন্য রকেট টিম আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে চাইবে এবং আপনাকে সেগুলো সঠিক ভাবে পূরন করতে হবে।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৬-> এরপর আপনাকে ক্যামেরা এর মধ্যে ক্লিক করতে হবে। তারপর আপনি একটি সেলফি তুলবেন। সেলফি তোলার সময় বেশকিছু বিষয় খেয়াল রাখবেন। যেমন আপনার আশেপাশে যেনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পাশাপাশি আপনার চেহারা যেনো স্পষ্ট বুঝা যায়।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৭-> তারপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের দুইপাশের ছবি তুলবেন তারপর পরবর্তী বা নেক্সট বাটনে ক্লিক করবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি যেনো ক্লিয়ার থাকে।
• রকেট একাউন্ট খোলার নিয়ম ধাপ ৮-> সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন তো এবার কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করে ফেলুন। এরপর কিছুসময় অপেক্ষা করুন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার রকেট একাউন্ট টি সঠিক ভাবে তৈরি হয়েছে কিনা। যদি আপনার সকল তথ্য সঠিক হয় তাহলে আপনার রকেট একাউন্ট সহজেই তৈরি হয়ে যাবে।
রকেট এর নিজস্ব কাস্টমার কেয়ার থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট একাউন্ট খোলার তৃতীয় তথা শেষ নিয়ম হলো রকেট এর নিজস্ব কাস্টমার কেয়ার থেকে রকেট একাউন্ট খোলা।রকেট একাউন্ট খোলার উপরের দুইটি নিয়ম বা উপায় যদি ভালো না লাগে বা ঝামেলার মনে হয় তাহলে আপনি চাইলে রকেট এর কাস্টমার কেয়ার হতে আপনার রকেট একাউন্ট খুলতে পারেন। রকেট এর কাস্টমার কেয়ার থেকে রকেট একাউন্ট খোলার জন্য আপনাকে বেশ কিছু কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে।
• প্রথমেই আপনাকে আপনার মোবাইল নাম্বার টি সাথে করে নিয়ে যেতে হবে যেই নাম্বারে আপনি রকেট একাউন্ট তৈরি করতে চান।
• আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন তার সাথে আপনার পাসপোর্ট সাইজের দুইকপি ছবি নিয়ে যাবেন।
• তারপর রকেট এর কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে আপনি সেই ফর্ম টি পূরণ করবেন এবং সেখানে আপনার ফিঙ্গার প্রিন্ট বা হাতের ছাপ দিতে হবে।
• তারপর আপনি এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনার রকেট একাউন্ট অটোমেটিক ভাবে এক্টিভেট হয়ে যাবে।অনেক সময় এর অনেক কম সময়ও লাগতে পারে। আপনার রকেট একাউন্ট এক্টিভেট হওয়ার সাথে সাথে আপনি একটি এসএমএস এর মাধ্যমে নিশ্চিত হতে পারবেন।
রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত আমাদের শেষ কথা
আশা করি আপনি বুঝতে পেরেছেন ও জানতে পারেছেন রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এই তিনটি নিয়মের মধ্যে আপনার কাছে কোন নিয়মটি সবচেয়ে ভালো লেগেছে সেটা আপনি চাইলে কমেন্টে বলতে পারেন। রকেট একাউন্ট খোলার নিয়ম নিয়েও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন।পরিশেষে বলতে চাই এই আর্টিকেল টি যদি আপনার কাছে ভালো লাগে আপনি রকেট একাউন্ট খোলার নিয়ম এই আর্টিকেল টি শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষজনের সাথে। ধন্যবাদ।